IQNA

নাইজেরিয়ান শিক্ষার্থীদের হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান

19:35 - October 14, 2017
সংবাদ: 2604064
আন্তর্জাতিক ডেস্ক: কোনো ধরনের প্রতিবন্ধকতা বা শর্ত ছাড়াই মুসলিম মেয়ে শিশুদের হিজাব পরিধানের বিষয়টি নিশ্চিত করতে সমস্ত উপায় অনুসন্ধানের জন্য নাইজেরিয়ার ‘লাগোস’ রাজ্যের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যের মুসলিম শিক্ষার্থীদের একটি সংগঠন।
নাইজেরিয়ান শিক্ষার্থীদের হিজাবের ওপর  নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান
বার্তা সংস্থা ইকনা: শুক্রবার নাইজেরিয়ার মুসলিম স্টুডেন্ট সোসাইটির (এমএসএসএন) লাগোস স্টেট এরিয়া ইউনিটের প্রেসিডেন্ট ড. সাহিদ আশফা এক বিবৃতিতে রাজ্যের গভর্নর অকিনুমি আমবোদির প্রতি এই আহ্বান জানান।

বিবৃতিতে ড. সাহিদ আশফা বলেন, ধর্মীয় বা জাতিগত অন্তর্ভুক্তি নির্বিশেষে প্রতিটি মেয়ে শিশুর অবস্থা ও অধিকারকে সম্মান জানানো সরকারের জন্য বাধ্যতামূলক।

তিনি বলেন, ‘ধর্মীয় বা জাতিগত পটভূমি নির্বিশেষে প্রতিটি মেয়ে শিশুর অবস্থাকে সম্মান করার জন্য সরকার, তার অংশীদারদের এবং বিজ্ঞজনদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।’

এতে বলা হয়, ‘যেহেতু এই বছরের থিম হচ্ছে ‘নারীর ক্ষমতায়ন’। কিশোরী মেয়েদের সক্ষমতা স্বীকারসহ আমরা প্রতিটি মেয়ে শিশুর মর্যাদাকে অসীম শ্রদ্ধা জানানো জন্য আহ্বান জানাচ্ছি।’

বিবৃতিতে বলা হয়, ‘আমরা নারীত্বের উচ্চতর অবস্থাকে সম্মান করি; যা ইসলামে স্বীকৃতি দেয়া হয়েছে।’

স্কুলের মেয়েদের হিজাবের বিরুদ্ধে সব ধরনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে আশফা বলেন, কিছু অতি উৎসাহী ব্যক্তি মেয়েদের হিজাব পরা থেকে বিরত রাখতে প্রচেষ্টা চালাচ্ছে। তাদের এই ধরনের তৎপরতার বিরুদ্ধে আইনের পূর্ণ বাস্তবায়ন করা জরুরি।

তিনি বলেন, ‘হিজাবকে নাইজেরিয়ার সংবিধানে স্বীকৃতি দেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে কিছু অতিউৎসাহী ব্যক্তি হিজাব পরিহিত শিক্ষার্থীদের হয়রানি, নিপীড়ন ও নির্যাতন করার মাধ্যমে নাইজেরিয়ার ন্যায় বিচারের ব্যবস্থাকে দূরে ঠেলে দিচ্ছে।’

ব্যক্তিগত মামলা নিষ্পত্তির জন্য আইনগত উপায় গ্রহণের জন্য প্রস্তুত তারা প্রস্তুত আছেন বলে বিবৃতিতে তিনি জানান।

আশফা বলেন, ‘হিজাব নিয়ে আদালত যে রায় দিয়েছে তা নাইজেরিয়ার সংবিধানকে প্রতিফলিত করেছে। তবে, বিদ্যমান আদালতের রায়ের বিরুদ্ধে কিছু শিক্ষিত ব্যক্তিদের বর্বর, অপ্রীতিকর এবং অসভ্য কথা-বার্তার ধরন দেখে আমরা অবাক হয়েছি।’
iqna

captcha