IQNA

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পবিত্র কুরআনের ৪ হাজার পাণ্ডুলিপি বিতরণ

21:51 - October 15, 2017
সংবাদ: 2604073
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের দাতব্য ইন্সটিটিউট তিউনিসিয়া, তুরস্ক, যুক্তরাজ্য এবং মরক্কোর দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআনের ৪ হাজার পাণ্ডুলিপি বিতরণ করবে।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পবিত্র কুরআনের ৪ হাজার পাণ্ডুলিপি বিতরণ
বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার এক কোম্পানির সহযোগিতায় কাতারের দাতব্য ইন্সটিটিউট ব্রেইল বর্ণমালায় লিখিত "মুসহাফ আল বাসিরাত" নামে পবিত্র কুরআনের ৪ হাজার পাণ্ডুলিপি বিতরণ করবে। এই পাণ্ডুলিপি সর্বপ্রথম ২০১৩ সালে বাজারে আসে। এরসাথে কলম কুরআনও -অর্থাৎ পবিত্র কুরআনে যেই স্থানে কলমটি স্পর্শ করা হবে ঠিক সেই স্থানের তিলাওয়াত কলমের মাধ্যমে শোনা যাবে- রয়েছে।
কলম কুরআনের মধ্যে বিশ্বের বিখ্যাত ক্বারিদের তিলাওয়াত, আয়াতের অর্থ, আসবাবে নযুল এবং বিভিন্ন ধর্মীয় মসলার অডিও ফাইলও রয়েছে।
কাতারের দাতব্য ইন্সটিটিউট কুরআনের এই পাণ্ডুলিপির গুরুত্ব তুলে ধরে বলেছে: বিশ্বের সাড়ে ৩ কোটি দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে তিউনিসিয়া, তুরস্ক, যুক্তরাজ্য এবং মরক্কোর ৪ হাজার দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে এই পাণ্ডুলিপি বিতরণ করা হবে।
এই ইন্সটিটিউট আরও বলেছে: ব্রেইল বর্ণমালার পাণ্ডুলিপির মূল্য অধিক হওয়ার কারণে এখনই সকলের হাতে এই পাণ্ডুলিপি তুলে দেয়া সম্ভব হচ্ছে না।
"কাতার" দাতব্য ইন্সটিটিউট ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ব্রেইল বর্ণমালায় লিখিত পবিত্র কুরআনের ৬ হাজার পাণ্ডুলিপি ইন্দোনেশিয়া, সুদান, বাংলাদেশ ও কাতারের দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করেছে।
উল্লেখ্য, প্রতি বছর ১৫ই অক্টোবর বিশ্ব অন্ধ দিবস উপলক্ষে উৎসব পালন করা হয়।
iqna





captcha