IQNA

অন্যদের শিক্ষা দেয়ার আগে নিজেকে শিক্ষিত করা আবশ্যক

15:12 - December 15, 2017
সংবাদ: 2604562
আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) বলেছেন, মানুষের দায়িত্ব হচ্ছে অন্যকে কিছু শিক্ষা দেয়ার পূর্বে সেটাকে নিজে আমল করা এবং তা নিজের জীবনে বাস্তবায়ন ঘটানো।

অন্যদের শিক্ষা দেয়ার আগে নিজেকে শিক্ষিত করা আবশ্যক


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি আরও বলেছেন, আমি কোন জিনিস বা বিষয় নিজে আমল না করে কখনোই অন্যকে তা করার নির্দেশ দেই নি।

মাওলা আলী(আ.) বলেছেন: «مَن نَصَبَ نَفسَهُ للنّاسِ إماما فليَبدأ بتَعليمِ نَفسِهِ قَبلَ تَعليمِ غَيرِهِ ، و ليَكُن تأديبُهُ بسِيرَتِهِ قَبلَ تأديبِهِ بلِسانِهِ ، و مُعَلِّمُ نَفسِهِ و مُؤدِّبُها أحَقُّ بالإجلالِ من مُعَلِّمِ النّاسِ و مُؤدِّبِهِم» যারা নিজেকে সমাজের নেতা হিসাবে মনে করে তাদের উচিত অন্যদেরকে কিছু শিক্ষা দেয়ার পূর্বে নিজে প্রশিক্ষিত হওয়া। মানুষকে কথার মাধ্যমে শিক্ষা দেয়ার চেয়ে কাজের মাধ্যমে শিক্ষা দেয়া উচিত। কেননা যে নিজেকে শিক্ষিত ও ভদ্র হয় এবং অন্যদেরকে শিক্ষা দেয় সে সম্মান পাওয়ার যোগ্য।

যে নিজে আমল করে অন্যদেরকে শিক্ষা দেয় তার প্রভাব অনেক বেশী হয়। একজন শিক্ষককে অবশ্যই নৈতিক ও আধ্যাত্মিক হতে হবে। নিজের আত্মশুদ্ধির পর অন্যদের আত্মশুদ্ধির জন্য চেষ্টা করতে হবে।

captcha