IQNA

ট্রাম্পের আহাম্মকমূলক বক্তব্য ফিলিস্তিনকে ইসলামের প্রথম ইস্যুতে ফিরিয়ে নিয়ে যায়

16:06 - December 15, 2017
সংবাদ: 2604563
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানে জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি নামাজের খুতবায় বলেছেন, ট্রাম্পের আহাম্মকমূলক মন্তব্য ফিলিস্তিনকে ইসলামের প্রথম ইস্যুতে ফিরিয়ে নিয়ে গিয়েছে এবং এর কারণে ফিলিস্তিনের অগ্রাধিকার ইসলামিক বিশ্বের প্রধান সমস্যা হয়ে উঠেছে।

ট্রাম্পের আহাম্মকমূলক মন্তব্য ফিলিস্তিনকে ইসলামের প্রথম ইস্যুতে ফিরিয়ে নিয়ে যায়

 

বার্তা সংস্থা ইকনা: এছাড়াও তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় মার্কিন পণ্য বর্জন ও দূতাবাস বন্ধের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।

হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, শুধু বিবৃতি নয় বায়তুল মুকাদ্দাস রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতির প্রতিবাদে মুসলিম দেশগুলো মার্কিন ও ইসরাইলি পণ্য বর্জনের পাশাপাশি দূতাবাস বন্ধ করে দিলে আমেরিকা এ ধরনের অন্যায় সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। এছাড়া আরও অনেক উপায় অবলম্বন করা যেতে পারে।

তিনি আরও বলেন, জাতিসংঘ অবৈধ ইসরাইলকে মেনে নিলেও বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনিদের ভূখণ্ড হিসেবে গণ্য করে। জাতিসংঘের ইশতেহারগুলোতেও বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের দখলীকৃত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি ফিলিস্তিনিদের তৃতীয় ইন্তিফাদা বা গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলেছেন, এই ইন্তিফাদা শেষ পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ সংগ্রামের দিকে যাবে। তিনি ইয়েমেনে সৌদি আগ্রাসনের কঠোর সমালোচনা করে বলেন, আসলে সৌদি সরকার মুসলমানও নয় আরবও নয়। তারা শিগগিরই অপরাধের সাজা পাবে।

iqna

 

captcha