IQNA

ইরাকের সিনজারে দায়েশের হাতে নিহত ৯০ ব্যক্তির গণকবর উদ্ধার

21:19 - December 16, 2017
সংবাদ: 2604570
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে তাকফিরি গোষ্ঠী দায়েশের হাতে নিহত অন্তত একশো ব্যক্তির দু'টি গণকবর আবিষ্কার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। নিহত হতভাগ্য ব্যক্তিরা ইজাদি সম্প্রদায়ের লোকজন বলে মনে করা হচ্ছে।

ইরাকের সিনজারে দায়েশের হাতে নিহত ৯০ ব্যক্তির গণকবর উদ্ধার


বার্তা সংস্থা ইকনা: নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্থানীয় সূত্র জানিয়েছে, ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দেশটির সেনাবাহিনী আজ (শনিবার) ভোরে রাজধানী বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সিনজার শহরে এসব গণকবরের সন্ধান পেয়েছে। সেখান থেকে ৯০ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে আরবি ভাষার আল-গাদ সংবাদ সংস্থা জানিয়েছে। নিহত ব্যক্তিরা নিকটবর্তী মুজাম্মা আল জাজিরা এবং কাবুসিয়া গ্রামের অধিবাসী বলে মনে করা হচ্ছে।

এর আগে সিনজারে একটি গণকবর থেকে অন্তত ৫০টি মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করার পর ওই শহরে নতুন করে গণকবর পাওয়া গেল। ২০১৪ সালে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সিনজার শহর দখলে নেয়ার পর শত শত ইজাদি সম্প্রদায়ের নারীদের ধর্ষণ ও হত্যা করার পাশাপাশি আরো বহু নারীকে যৌনদাসী হিসেবে আটকে রাখে। পার্সটুডে

captcha