IQNA

অসুস্থদের সুস্থতার জন্য ইমাম মাহদীর দোয়া

14:44 - March 16, 2018
1
সংবাদ: 2605275
বালাদুল আমিন গ্রন্থে ইমাম মাহদী(আ.) থেকে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি এই দোয়াটি ইমাম হুসাইনের মাজারের মাটি দিয়ে একটি নতুন পাত্রে লিখবে এবং সেটি ধয়ে পান করবে সে অসুস্থতা থেকে আরোগ্যলাভ করবে।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মুহাদ্দেস নুরি বলেন, শেখ কাফয়ামি তা বালাদুল আমিন গ্রন্থে ইমাম মাহদী(আ.) থেকে একটি রেওয়ায়ত বর্ণনা করেছেন, যাতে বলা হয়েছে যে ব্যক্তি নিম্নের দোয়াটি ইমাম হুসাইনের রওজার মাটি দিয়ে নতুন পাত্রে লিখে পানি দিয়ে ধৌত করে পান করবে তার অসুস্থতা ভাল হয়ে যাবে। দোয়াটি নিম্নরূপ:

«بسم اللّه‌ الرحمن‌ الرحیم

بِسمِ اللّه‌ دَواءٌ وَ الحَمدُللّه‌ شِفاءٌ وَ لااِله اِلاّ اللّه‌ کفاءٌ هُوَ الشّافی شِفاءٌ وَ هُوَ الکافی کفاءً اَذهَبِ البَأسَ بِرَبِّ النّاسِ شِفاءً لا یغادِرُهُ سُقمٌ وَ صَلَی اللّه‌ عَلی مُحَمَّدٍ وَ آلِهِ النُّجَباء.

মুহাদ্দেস নুরি বলেন: সাইয়্যেদ যাইনুদ্দিন আলী বিন হুসাইন হুসাইনির হাতের লেখা আমি দেখেছি। তিনি লিখেছেন, এই দোয়টি কারবালার অধিবাসী একজন মু’মিন ব্যক্তি ইমাম মাহদীর মাধ্যমে স্বপ্নে পেয়েছিলেন। তিনি অসুস্থ ছিলেন, এমতাবস্থায় ইমাম মাহদীর কাছে নালিশ জানান, ইমাম তাকে এই দোয়াটি কারবালার মাটি দিয়ে নতুন পাত্রে লিখে পানি দিয়ে ধৌত করে তার পর পান করতে বলেন। সেই ব্যক্তি এভাবে আমল করার পর সাথে সাথে সম্পূর্ণ আরোগ্যলাভ করে। শাবিস্তান

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
Mohammed Tofail Ahmed
0
0
Ya Mawla
captcha