IQNA

মিশরে বিভিন্ন পন্থায় কুরআন প্রিন্ট + ছবি

23:07 - June 21, 2018
সংবাদ: 2606032
আন্তর্জাতিক ডেস্ক: মিশরে কুরআন প্রিন্টিং সেন্টারগুলো বিভিন্ন পন্থা অবলম্বন করে পবিত্র কুরআন প্রিন্ট করে। কোন কোন প্রিন্টিং সেন্টারগুলোয় বিশেষ পন্থা অবলম্বন করে পবিত্র কুরআন প্রিন্ট করা হয়।

মিশরে বিভিন্ন পন্থায় কুরআন প্রিন্ট + ছবি

বার্তা সংস্থা ইকনা: মিশরে কুরআন প্রিন্টিং সেন্টারগুলো বিভিন্ন পন্থা অবলম্বন করে পবিত্র কুরআন প্রিন্ট করে। এর মধ্যে বিশেষ পন্থা অবলম্বন করে প্রিন্টকৃত পবিত্র কুরআনের পাণ্ডুলিপিসমূহ মধ্য আফ্রিকা এবং আরবদেশসমূহের পূর্বাঞ্চলের (আফ্রিকার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাঁচ দেশ) দেশসমূহে প্রচলিত রয়েছে।
পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি রপ্তানি করার পূর্বে পাঁচটি পর্যায়ে পর্যালোচনা করা হয়। যাতে কোন কোন প্রকার বানান এবং পৃষ্ঠা ও আয়াত বিন্যাসে ভুল না থাকে।
বিশেষ পন্থা অবলম্বন করে পবিত্র কুরআন প্রিন্টিং-এর ক্ষেত্রে "আল-ইয়াউম সাবেয়" বেশ কিছু ছবি প্রকাশ করেছে। প্রকাশিত ছবিগুলোয় মিশরের প্রিন্টিং থেকে জনগণের হাতে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি পৌঁছানোর পূর্বে বিভিন্ন স্তরসমূহ তুলে ধরা হয়েছে।
iqna

 

captcha