IQNA

তেহরানের জুমার খতিব;

আজকে ইসলামী বিপ্লবের পরিস্থিতি নবী করিম (সা.)-এর সময়ে আহজাব যুদ্ধের ন্যায়

18:42 - June 22, 2018
সংবাদ: 2606036
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোয়াহ্‌হেদি কেরমানি বলেছেন, বর্তমানে ইসলামী বিপ্লবের পরিস্থিতি নবী করিম (সা.)-এর সময়ে আহজাব যুদ্ধের ন্যায়। হযরত মুহাম্মাদ (সা.)এর সময়ে আহজাব যুদ্ধে ইসলামের সকল শত্রুরা ইসলামের মূলোৎপাটন করার সিদ্ধান্ত নিয়েছিল।

আজকে ইসলামী বিপ্লবের পরিস্থিতি নবী করিম (সা.)-এর সময়ে আহজাব যুদ্ধের ন্যায়


বার্তা সংস্থা ইকনা: খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোয়াহ্‌হেদি কেরমানি বলেন, সেসময় ইসলামের সকল শত্রুরা একত্রিত হয়ে ইসলামের মূলোৎপাটন করার সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি তাদেরকে কিছু আহলে কিতাবগণ সাহায্য করেছে। কিন্তু তখন ইসলামের সকল শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে।
জুমার নামাজের খুতবায় তিনি আরও বলেন: ইরানের বিরুদ্ধে আমেরিকার সম্ভাব্য নিষেধাজ্ঞা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার জন্য লজ্জা বয়ে আনবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে ঘোষণা করেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে।
আয়াতুল্লাহ কেরমানি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় ট্রাম্পের ওই ঘোষণার কথা উল্লেখ করে এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ইরানের ইসলামি বিপ্লবের ক্ষতি করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। তবে শত্রুরা যে পদ্ধতিতে ইয়েমেন ও ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের আরো কিছু দেশে অপরাধযজ্ঞ চালাচ্ছে সেই একই পদ্ধতিতে নিজেরাই ধ্বংস হয়ে যাবে বলে তিনি ভবিষ্যদ্বাণী করেন।
বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিগুলোর ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার জন্য ইরানি জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমেরিকা শুধু নিজের স্বার্থের সন্ধানে থাকে এবং স্বার্থ উদ্ধারের কাজে নিজের স্বাক্ষরিত চুক্তি থেকে বেরিয়ে যেতেও দ্বিধা করে না।
iqna

captcha