IQNA

তুরস্কে ‘হালাল হলিডে’ ব্যাপক জনপ্রিয় হচ্ছে

14:57 - September 23, 2018
সংবাদ: 2606783
আন্তর্জাতিক ডেস্ক: আঙ্কারা: ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নির্বিঘ্নে ছুটি কাটানোর ব্যবস্থা করতে বিশ্বব্যাপী হালাল পর্যটন জনপ্রিয় হচ্ছে। তুরস্কেও এই ধরনের চল বেড়েছে।

তুরস্কে ‘হালাল হলিডে’ ব্যাপক জনপ্রিয় হচ্ছে

 
আলাদা সুইমিংপুল

তুরস্কের মোট ৬০টি হোটেল ও রিসোর্টে মুসলমান পর্যটকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা আছে। এর মধ্যে আছে, নারী ও পুরুষদের জন্য আলাদা সুইমিংপুল ও সৈকতের ব্যবস্থা, প্রতিটি হোটেল রুমে আছে জায়নামাজ আর কোরান শরিফ। আর আছে হালাল খাবার। এ সব হোটেলে কোনো অ্যালকোহল পাওয়া যাবে না।

হালাল পর্যটকের সংখ্যা বাড়ছে

নিরাপত্তার অভাব ও রাজনৈতিক কারণে তুরস্কে সাম্প্রতিক সময়ে পর্যটকের সংখ্যা কমলেও হালাল পর্যটন বেড়েছে।

‘সহজে আতঙ্কিত হন না’

হালালবুকিং ডটকম ওয়েবসাইটের উফুক সেচগিন বলছেন, গত কয়েক বছরে অনেক পর্যটক ছুটি কাটানোর গন্তব্য হিসেবে তুরস্ককে বয়কট করেছেন। কিন্তু হালাল পর্যটন বেড়েছে। কারণ ‘হালাল প্রিয় পর্যটকরা সহজে শিরোনাম (গণমাধ্যমের) দেখে আতঙ্কিত হয়ে পড়েন না,’ মনে করেন তিনি।

দ্বিগুণ বেড়েছে!

সেচগিনের কোম্পানির মাধ্যমে ২০১৫ সালে তুরস্কে ১২ হাজার পর্যটক গিয়েছিল। এর পরের দুই বছর পর্যটকের সংখ্যা প্রতিবারই দ্বিগুণ করে বেড়েছে। চলতি বছর তার কোম্পানি ৭০ হাজার পর্যটক আশা করছে।

অথচ মূল পর্যটনে উলটো চিত্র

হালালবান্ধব পর্যটন বাড়লেও তুরস্কে ২০১৬ সালে পর্যটক সংখ্যা তার আগের বছরের তুলনায় এক চতুর্থাংশ কমে গিয়েছিল। ঐ বছর দেশটিতে ব্যর্থ অভ্যুত্থান ও কয়েকটি বোমা হামলার ঘটনায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছিল।

এছাড়া রাশিয়ার সঙ্গে বিতর্কে জড়ানোর কারণে রুশ পর্যটকরাও তুরস্ক থেকে দূরে ছিলেন। তবে গতবছর থেকে পর্যটন খাত আবার ঘুরে দাঁড়িয়েছে। এ বছর ৪০ মিলিয়ন পর্যটক আশা করছে তুরস্ক।

তৃতীয় স্থানে

গত নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, সেরা ‘ইসলামি হলিডে’-র গন্তব্যের তালিকায় তুরস্ক চার ধাপ এগিয়ে তিন নম্বরে এসেছে। প্রথম দু’টি হচ্ছে, আরব আমিরাত ও মালয়েশিয়া।

নারী কর্মী

ওমে ডিলাক্স হোটেল। সেখানে নারীদের জন্য যে সুইমিংপুল আছে, সেখানে নারী নিরাপত্তাকর্মীরা কাজ করেন। স্পা’র জন্যও আছেন নারী কর্মী। ফোন আর ক্যামেরা জমা দেয়ার পরই অতিথিরা সেখানে প্রবেশ করতে পারেন।

বিদেশি পর্যটক

ওমে ডিলাক্স হোটেলের মহাব্যবস্থাপক ইউসুফ জারসেকার জানান, কয়েকবছর আগেও তাদের হোটেলে আসা পর্যটকদের ৮০-৯০ শতাংশ ছিলেন তুর্কি। আর এখন ৬০ শতাংশ অতিথিই হচ্ছেন বিদেশি। ছবিতে হোটেল রুমে

ইউরোপ থেকে তুরস্কে

বিদেশি পর্যটকদের বেশিরভাগই ইউরোপের বিভিন্ন দেশের বাসিন্দা। এ সব দেশে ডানপন্থিদের উত্থান ও অভিবাসীবিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ায় অনেক মুসলমান পর্যটক ছুটি কাটাতে অন্য স্থানে যাওয়া শ্রেয় মনে করেন।

ফ্রান্সে বুর্কিনির উপর নিষেধাজ্ঞা

দেশটির বিভিন্ন স্থানে মুসলিম নারীদের সাঁতারের জনপ্রিয় পোশাক বুর্কিনির উপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই সে দেশের অনেক মুসলিম নারী অন্য দেশে যাচ্ছেন। যেমন রিহাব হাসাইনি। তুরস্কে ছুটি কাটানোর ফাঁকে তিনি জানান, ফ্রান্সে তারা সৈকত কিংবা সুইমিংপুলে যেতে পারেননা।

সবাই তাকিয়ে থাকে

জার্মানি থেকে পরিবার নিয়ে তুরস্কে ছুটি কাটাতে গিয়েছিলেন ইয়াভুজ তানরিভারদি। তিনি বলেন, ‘আমার স্ত্রী বোরকা দিয়ে ঢাকা বিকিনি পরেন। এখানে (তুরস্ক) এটা খুবই স্বাভাবিক। কিন্তু জার্মানিতে বিষয়টি সেরকম নয়। সবাই এমনভাবে তাকায় যেন আমরা এই সমাজের নই৷’

captcha