IQNA

মানুষের সুখ ও দু:খে আল্লাহর ভূমিকা কতটুকু

15:10 - November 16, 2018
সংবাদ: 2607241
সূরা নিসার ৭৯ নং আয়াতে বর্ণিত হয়েছে, وَمَا أَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَفْسِكَ وَأَرْسَلْنَاكَ لِلنَّاسِ رَسُولًا وَكَفَى بِاللَّهِ شَهِيدًا হে নবী! আপনার ওপর যে কল্যাণ নাজিল হয় তা আল্লাহর পক্ষ থেকে হয়, আর আপনার ওপর মন্দ যা কিছু হয় তা আপনার নিজের কারণেই হয়। আমরা আপনাকে মানুষের জন্য রাসূল হিসাবে পাঠিয়েছি ৷ আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট৷

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তারাই সৌভাগ্যবান যারা নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে অর্থাৎ শহীদ হয়ে অমরত্ব লাভ করবে ৷

সব কিছু আল্লাহর ইচ্ছাতেই ঘটে৷ আল্লাহর ইচ্ছা ছাড়া জয় বা পরাজয় কোনটাই সম্ভব নয় ৷ তবে আল্লাহর ইচ্ছাও অযৌক্তিক নয় ৷ যদি তোমরা তোমাদের দায়িত্ব ঠিক মত পালন কর তাহলেই আল্লাহ তোমাদের সাহায্য করেন এবং বিজয়ী করার সিদ্ধান্ত নেন ৷ আর তোমরা যদি নিষ্ক্রিয় থাকো তাহলে পরাজয়কে আল্লাহ তোমাদের ভাগ্যলিপি করেন৷"

আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক হলো ভূপৃষ্ঠের সঙ্গে সূর্যের সম্পর্কের মত ৷ সূর্যের চারদিকে ঘুরার সময় পৃথিবীর যে দিকে রোদ পড়ে সে দিকটা আলোকিত হয় এবং তাপ সঞ্চয় করে। যে দিকে রোদ পড়ে না সে দিকটা অন্ধকার ও শীতল হয়৷ পৃথিবীর আলো আসে যেহেতু আসে সূর্য থেকে তাই বলা যায় অন্ধকারে পড়ার জন্য পৃথিবীই দায়ী ৷ মানুষের অবস্থাও একই রকম ৷

মানুষ আল্লাহ মুখী হলেই সাহায্য পায়,বিজয়ী হয় কিন্তু আল্লাহর নির্দেশ অমান্য করলে সকল অস্তিত্বের স্রষ্টার দয়া থেকে সে বঞ্চিত হয় ৷ অবশ্য এটা শুধু ঈমানদার ও পবিত্র অন্তরের অধিকারীরাই বুঝতে পারেন এবং মেনেও নেন৷ কিন্তু অসুস্থ হৃদয়ের লোকেরা তা বুঝেও না এবং মেনেও নেয় না৷ কারণ এসব লোক আল্লাহর পরিবর্তে নিজেদেরকেই সব কিছুর কেন্দ্র বলে মনে করে ৷ শুধু নিজেদেরকেই ন্যায়পন্থী মনে করে এবং তাদের পক্ষে নয় এমন সবাইকে বিভ্রান্ত বলে মনে করে। অথচ সত্য ও মিথ্যার মানদণ্ড হলেন আল্লাহ,তারা নয়৷

captcha