IQNA

নাইজেরিয়ায় সন্ত্রাসী গ্রুপ বোকো হারামের নতুন সহিংসতা

22:09 - November 16, 2018
সংবাদ: 2607247
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় বোকো হারামের সন্ত্রাসীরা নতুন করে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালু করেছে। সম্প্রতি তারা সেদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের একটি গ্রামে হামলা চালিয়ে ১০ জন নারীকে অপহরণ করেছে।

বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার স্থানীয় উৎস ঘোষণা করেছে: সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সদস্যরা বোর্নো রাজ্যের বোলুমা গ্রামের হামলা চালিয়ে ১০ জন নারীকে অপহরণ করেছে।
এই গ্রামের নেতা মুহাম্মাদ ইব্রাহীম সাংবাদিকদের বলেন: বোকো হারামের সন্ত্রাসী বোর্নো রাজ্যের বোলুমা গ্রামের হামলা চালিয়ে। হামলা চালিয়ে তারা এই গ্রামের প্রায় ১০০ বাড়ীতে আগুন লাগিয়েছে। এই হামলার অনেক গৃহপালিত পশুর ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, গত দশকের শুরুতে সন্ত্রাসবাদী গ্রুপ বোকো হারাম নাইজেরিয়ায় তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। ২০০৯ সালে গ্রেফতার করার সময় বোকো হারারে প্রধান নেতা মুহাম্মাদ ইউসুফ নিহত হওয়ার পর থেকে এই দলের সন্ত্রাসীরা গণহত্যা শুরু করেছে। এ পর্যন্ত হাজার হাজার নিরীহ ব্যক্তি বোকো হারামের সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারিয়েছেন এবং কয়েক লাখ মানুষ নিজেদের বাসগৃহ ত্যাগ করতে বাধ্য হয়েছে।
iqna

 

captcha