IQNA

মিশরের বিশিষ্ট ক্বারি শেইখ ইব্রাহিম ফাতায়েরের ইন্তেকাল

10:35 - January 11, 2019
সংবাদ: 2607722
আন্তর্জাতিক ডেস্ক: মিশয়ের প্রসিদ্ধ ও বয়োজ্যেষ্ঠ ক্বারি ও হাফেজ শেইখ ইব্রাহিম ফাতায়ের ইন্তেকাল করেছেন।

বার্তা সংস্থা ইকনা: মিশয়ের প্রসিদ্ধ ও বয়োজ্যেষ্ঠ ক্বারি ও হাফেজ শেইখ ইব্রাহিম ফাতায়ের গতকাল (১০ম জানুয়ারি) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
গতকাল এশার নামাজের পর মরহুম শেইখ ইব্রাহিম ফাতায়েরের দাফন হয়েছে।
তিনি মিশরের কাফার আশ-শেখ প্রদেশের বিলা শহরে ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। ৭ বছর বয়সে তিনি তার দৃষ্টি শক্তি হারান। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি ১৪ বছর বয়সে সম্পূর্ণ কুরআন হেফজ করেন।
এর কিছুদিন পর তিনি তার শহরের আওকাফ অফিসেরে মুয়াজ্জিন এবং এই আওকাফের আওতাধীন একটি মকতবের শিক্ষক হিসেবে নিয়োজিত হন।
তিনি তার জীবদ্দশায় অনেক ক্বারি ও হাফেজকে গড়ে তুলেছেন। বিভিন্ন কুরআন মাহফিলে মিশরের প্রসিদ্ধ ক্বারি শেইখ মুহাম্মাদ আব্দুল ওয়াহাব তানতাভী এবং শেইখ আব্দুল ফাতাহ তারুতীর সাথে তিনি কুরআন তিলাওয়াত করেছেন।
iqna

 

captcha