IQNA

কাশমীরে পবিত্র শবে বরাত পালিত হবে

13:59 - April 20, 2019
সংবাদ: 2608377
সাংস্কৃতিক ডেস্কঃ রাত্রি যাপন, মহান আল্লাহর দরবারে, দোয়া-ইস্তিগফার ও মোনাজাত ইত্যাদির মাধ্যমে ১৫ই শাবান রজনী অতিবাহিত করবে কাশমীরের মুসলমানরা।

আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভারত শাখার গবেষণা বিভাগের প্রধান জনাব ফাইয়াজ হুসাইন রাজাভি বার্তা সংস্থা ইকনাকে জানিয়েছেন, পবিত্র শাবান মাসের খুশির দিবসগুলোতে ভারতে বিশেষ করে কাশমীরে (ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশ) যে সকল প্রথা চালু রয়েছে মুসলমানদের পরস্পরকে অভিনন্দন জানানো সেগুলোর অন্যতম।

কাশমীরে পবিত্র শবে বরাত পালিত হবে

তিনি বলেন: ১৫ শাবান ইমামে যামানা হযরত মাহদি (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী। কাশমীরের মুসলমানরা এ রজনীকে ‘শবে বরাত’ বলে পালন করে। দিবসটিকে সাধারণ মুসলমানরা বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করে থাকে।

জনাব রাজাভির ভাষ্যমতে, কাশমীরের মুসলমানরা ১৫ শাবান রাত জেগে থাকে, মসজিদে যায়, কবরস্থানগুলোতে যেয়ে মৃত ব্যক্তিদের জন্য মোমবাতি জ্বালায় এবং তাদের জন্য ইস্তিগফার ও দোয়া করে। মুসলিম পরিবারের সকল সদস্য চেষ্টা করে এ উপলক্ষে পরস্পরের পাশে থাকতে।

তিনি আরও বলেন: এ রাতে বিভিন্ন ধরনের খাবার তৈরী করা হয় এবং পরিবারের সদস্যরা পরস্পরের পাশে এ রাতকে উদযাপন করে থাকে। এছাড়া বিভিন্ন স্থানে আনন্দ মাহফিলেরও আয়োজন করা হয়।#3805051

 

captcha