IQNA

আফগানিস্তানে দায়েশ আশ্রয় নিয়েছে: রাশিয়া

19:29 - April 20, 2019
সংবাদ: 2608382
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে দায়েশ তথা আইএসের কার্যকলাপ নিয়ে রাশিয়া উদ্বেগ প্রকাশ করেছে বলেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশে সিরিয়ায় পরাজিত হওয়ার পর আফগানিস্তান ও লিবিয়ায় আশ্রয় নিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ‘সের্গেই শিবিগো’ আফগানিস্তানে দায়েশের সন্ত্রাসীমূলক কার্যক্রম সম্প্রসারণের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে এবং তাজিকিস্তানে এই দেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার খবর জানিয়েছে।

উল্লেখ্য যে, এর পূর্বে তাজিকিস্তান ও রাশিয়ার প্রেসিডেন্টরা এক বৈঠকে প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা শক্তিশালীকরণের ওপর জোর দিয়েছে এবং সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে এক সাথে লড়াই করবে বলে জানিয়েছে।

কয়েক দিন পূর্বে তাজিক প্রতিরক্ষা মন্ত্রী বলেছিল, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আফগানিস্তানে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো অনিরাপদ ও অস্থিতিশীল করার পরিকল্পনা করছে এবং সেদেশে তাদের শিকড় মজবুত করার চেষ্টা করছে। iqna

 

 

captcha