IQNA

লিবিয়ায় দায়েশের একদল দল সন্ত্রাসী গ্রেপ্তার

21:28 - July 10, 2020
সংবাদ: 2611115
তেহরান (ইকনা): লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চল থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একদল সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বলে ঘোষণা করেছে।

লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, এই মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত ইউনিট ত্রিপোলির পশ্চিমে আল জাওয়াভিয়া শহরে দায়েশ তথা আইএসের আওতাধীন একদল সন্ত্রাসী গোষ্ঠীকে গ্রেপ্তার করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে: আটককৃত সন্ত্রাসীরা দেশের অভ্যন্তরে সুরক্ষা ও প্রশান্তি হ্রাস করার পাশাপাশি বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা তৈরি করার জন্য সন্ত্রাসী অভিযান পরিচালনা করার পরিকল্পনা করেছিল।

বিবৃতিতে বলা হয়েছে, আটককৃতদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

লিবিয়ার জয়েন্ট সিকিউরিটি অপারেশনস রবিবার সেদেশের মিসরতা শহরে থেকে দায়েশের এক সদস্যকে গ্রেপ্তার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ওমর দেবাউস। এই ব্যক্তির নিকট হতে সিরিয়ার নাগরিকত্বের পরিচয়পত্র পাওয়া গিয়েছে। ওমর ২০১৬ সালে লিবিয়ায় প্রবেশ করেছে। iqna


captcha