IQNA

করোনায় দেড় কোটি মানুষের মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

19:29 - May 05, 2022
সংবাদ: 3471812
তেহরান (ইকনা): বিশ্বজুড়ে করোনা মহামারিতে প্রায় দেড় কোটি মানুষ প্রাণ হারিয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করছে। করোনায় গত দুই বছরে যে পরিমাণ প্রাণহানি হতে পারে বলে ধারণা করা হয়েছিল এই সংখ্যা তার চেয়ে ১৩ শতাংশ বেশি। খবর বিবিসির।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধারণা করছে যে, অনেক দেশ করোনায় মৃত্যু হওয়া মানুষের সঠিক সংখ্যা প্রকাশ করেনি। বিশ্বে মাত্র ৫৪ লাখ মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কিন্তু এর বাইরেও অনেক সংখ্যাই অন্তর্ভূক্ত হয়নি। ফলে হিসেবের বাইরেই রয়ে গেছে অনেক প্রাণহানির ঘটনা।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতে ৪৭ লাখ মানুষের মৃৃত্যু হয়েছে। সরকারি হিসেবের চেয়ে এই সংখ্যা ১০ গুণ বেশি। বিশ্বে করোনা মহামারিতে মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।
 
সরাসরি কোভিডের কারণে নয়, কিন্তু এর প্রভাবে হাসপাতালে যেতে না পেরে যেসব মানুষের মৃত্যু হয়েছে সেসব মৃত্যুও এই গণনায় অন্তর্ভূক্ত হয়েছে।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অতিরিক্ত ৯৫ লাখ মৃত্যুর মধ্যে ৫৪ লাখের বেশি মৃত্যু হয়েছে সরাসরি ভাইরাসের প্রভাবেই।
 
বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর মোট সংখ্যার বিষয়টি প্রকাশ করতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বিভাগের ডা. সামিরা আসমা বলেন, এটা একটা ট্র্যাজেডি।
 
তিনি বলেন, এই সংখ্যা হতবাক হওয়ার মতো। যারা এই মহামারিতে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
 
তিনি আরও বলেন, আমরা যদি সঠিক সংখ্যার হিসেব রাখতে না পারি তবে পরবর্তী সময়ের জন্য পূর্ণ প্রস্তুতি রাখতে আমরা ব্যর্থ হবো।
 
ভারতের পাশাপাশি করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে রাশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো এবং পেরু।
captcha