IQNA

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরের মসজিদে শক্তিশালী বিস্ফোরণ

0:03 - October 06, 2022
সংবাদ: 3472595
তেহরান (ইকনা): আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরে মসজিদে বিস্ফোরণের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু এই মন্ত্রণালয় এক বিবৃতিতে এই বিস্ফোরণের খবর অস্বীকার করেছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র "আব্দুল নাফি তাকুর", বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন এবং ঘোষণা করেছেন যে. বিস্ফোরণটি মন্ত্রণালয়ের মসজিদের ভিতরে নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকটবর্তী এলাকায় একটি মসজিদে বিস্ফোরিত হয়েছে।
 
বুধবার বিস্ফোরণে কেঁপে ওঠা মসজিদটির খুব কাছেই আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও সেখানে কারা, কিভাবে হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি৷
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘এ মসজিদে মূলত ভিজিটররা যেতেন৷ মাঝে মাঝে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরাও যেতেন সেখানে৷''
 
কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ মন্ত্রণালয়ের খুব কাছের এই মসজিদে বিস্ফোরণের ঘটনায় কতজন আহত, নিহত হয়েছেন সে বিষয়ে আব্দুল নাফি তাকোর কিছু জানাতে পারেননি৷ 4089898

 

captcha