IQNA

ক্যামেরুনে একটি মসজিদের সামনে আত্মঘাতী হামলা/ নিহত ১১

17:01 - June 30, 2016
সংবাদ: 2601091
আন্তর্জাতিক ডেস্ক: ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি মসজিদের সামনে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সদস্যরা আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলার ফলে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: গতকাল সন্ধ্যায় ক্যামেরুন ও নাইজেরিয়ার সীমান্তবর্তী শহর দাজাকানার একটি মসজিদের সামনে ইফতারের সময় এক সন্ত্রাসী আত্মঘাতী হামলা চালায়।
সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের উৎপত্তি হয় নাইজেরিয়ায় এবং তারা ক্যামেরুনের উত্তরাঞ্চলে এধরণের হামলা করার মাধ্যমে এই অঞ্চল থেকে সহস্রাধিক জনগণকে বাস্তুচ্যুত করেছে।
একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আত্মঘাতী হামলার সময় এই ঘাতকের আশেপাশে থাক ৭ জন ব্যক্তি সাথেসাথেই নিহত হয় এবং বাকী ৪ জন গুরুত্বর আহত হওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই নিজেদের জীবন হারায়।
নিহতদের মধ্যে অধিকাংশ ব্যক্তিই সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সাথে যুদ্ধ করতো।
বিগত ৭ বছরে বোকো হারামরে হামলার ফলে নাইজেরিয়া সহ তার আশেপাশের দেশ নাইজার, চাদ ও ক্যামেরুনে প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছে এবং ২ কোটি ৬০ লাখের অধিক মানুষ গৃহহীন হয়েছে।
সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধ করতে চাদ প্রজাতন্ত্রের ২ হাজার সৈন্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যুদ্ধ করতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে।
Iqna



captcha