IQNA

সর্বোচ্চ নেতা

ইরানের কাছে মার্কিন নির্বাচনী ফলাফলের আলাদা গুরুত্ব নেই

23:28 - November 16, 2016
সংবাদ: 2601963
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আমেরিকার সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি ইশারা করে বলেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের কোন আগ্রহ নেই। কেননা ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকে বিগত ৩৭ বছর যাবত ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দল থেকে যে কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ইরানি জাতির সাথে শত্রুতা অব্যাহত রেখেছে।


বার্তা সংস্থা ইকনা: ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ (বুধবার) ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান শহর থেকে আসা বিভিন্ন পেশা-শ্রেণীর হাজার হাজার মানুষের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে তার দেশ মোটেও ভীত নয়। সেই সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ইরান প্রস্তুত রয়েছে। কারও হুমকি কিংবা ধমকিতে ইরানি জাতি মোটেও ভয় পায় না; কেননা এ জাতি বিগত কয়েক দশকে প্রমাণ করেছে যে, যে কোন আগ্রাসী শক্তিকে সমুচিত শিক্ষা দিতে বিন্দুমাত্র কার্পণ্য করে না।

তিনি বলেন: বিশ্বের কেউ কেউ মার্কিন নির্বাচনের ফলাফলে উৎফুল্ল অথবা শোকাচ্ছন্ন হয়ে পড়েছে। তবে আমরা না শোকাভিভূত না উল্লসিত এবং এ ফলাফল আমাদের কাছে কোনো পার্থক্য সৃষ্টি করে না।

সর্বোচ্চ নেতা বলেন, "আমরা ভীত নয় এবং সর্বশক্তিমান আল্লাহর কৃপায় যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।" আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের পর থেকেই মার্কিন নির্বাচনে অংশ নেয়া দু'টি দলই(ডেমোক্রেট এবং রিপাবলিকান) তেহরানের বিরুদ্ধে নানা শত্রুতামূলক নীতি গ্রহণ করে আসছে।

তিনি বলেন, সদ্য শেষ হওয়া মার্কিন নির্বাচন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কারণ আমেরিকা সেই আমেরিকাই রয়ে গেছে। গত ৩৭ বছর ধরে দেশটির দু'টি দলই আমাদের জন্য ভাল কিছুই করেনি। বরং তারা ইরানি জাতির বিরুদ্ধে শত্রুতা করে আসছে।

iqna


captcha