IQNA

পবিত্র নগরী কোমে আয়াতুল্লাহ শাহরুখী খোররামাবাদি’র দাফন সম্পন্ন + ছবি

22:15 - November 29, 2016
সংবাদ: 2602048
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী’ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রতিনিধি আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মাদ নাকি শাহরুখি’র আজ (২৯ নভেম্বর) দাফন সম্পন্ন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আজ মঙ্গলবার (২৯শে নভেম্বর) ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ীদক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রতিনিধি আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মাদ নাকি শাহরুখির জানাযার নামায ও দাফন সম্পন্ন হয়েছে।

সকাল সাড়ে দশটার সময় ইরানের ধর্মীয় নগরী কোমের ঐতিহাসিক ইমাম হাসান আসকারী মসজিদ থেকে মরহুমের লাশ শত শত ভক্তবৃন্দের কাঁধে করে হযরত ফাতেমা মাসুমা (সা. আ.)এর মাজার অভিমুখে নিয়ে যাওয়া হয়।

ইরানের বিশিষ্ট মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ শুবাইর জানযানির ইমামতিতে মরহুম সাইয়্যেদ মোহাম্মাদ নাকি শাহরুখির জানাযার নামায অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ ও দাফন অনুষ্ঠানে ইরানের শীর্ষস্থানীয় আলেম ও রাজনীতিবিদ ছাড়াও বাংলাদেশ, থাইল্যান্ড এবং মিয়ানমারের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

জানাযার নামায সম্পন্নের পরে তাকে হযরত ফাতেমা মাসুমার মাজারের (আ.) পাশে দাফন করা হয়।

উল্লেখ্য আয়াতুল্লাহ শাহরুখি ইরানে ইসলামি বিপ্লবের পর গঠিত প্রথম সংসদের সদস্য ছিলেন। এছাড়াও তিনি লোরেস্তান প্রদেশ থেকে পরপর দুই বার বিশেষজ্ঞ পরিষদের সদস্য নির্বাচিত হন। ইসলামি বিপ্লবের আগে স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি তিন বার জেল খাটেন। মরহুম সাইয়্যেদ মোহাম্মাদ নাকি শাহরুখি ইসলামি বিপ্লবের স্থপতি হজরত ইমাম খোমেনি (রহ.)'রও আস্থাভাজন ছিলেন।

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে আয়াতুল্লাহ শাহরুখিকে ১৮ নভেম্বর ইরানের পবিত্র নগরী কোমের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল (রোববার) রাতে তিনি ইন্তেকাল করেন।

iqna


captcha