IQNA

বাজনার সাথে কুরআন তিলাওয়াত করে তীব্র সমালোচনার মুখে সৌদি গায়ক

16:13 - September 29, 2017
সংবাদ: 2603951
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জাতীয় দিবসে সেদেশের এক প্রসিদ্ধ গায়ক বাজনার সাথে কুরআন তিলাওয়াত করে পর সামাজিক নেটওয়ার্কে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।
বাজনার সাথে কুরআন তিলাওয়াত করে তীব্র সমালোচনার মুখে সৌদি গায়ক

বার্তা সংস্থা ইকনা: সামাজিক নেটওয়ার্কে সমালোচনার প্রতিদত্তরে সৌদি কর্তৃপক্ষ বলেছে, প্রকাশিত ভিডিওটি এডিট করে ভিডিওটিতে অনেক কিছু সংযোগ করা হয়েছে। ভিডিওটিতে সৌদি গায়ক "তালাল সালাম" ফালাক সূরা তিলাওয়াত করেছে। কিন্তু তার সাথে মিউজিক সংযোগ করা হয়েছে।

প্রকৃতপক্ষে এটি 'ওয়াতান' নামের একটি গানের অংশ। তালাল সালাম ২০১৬ সালে সৌদি রাজার সামনে এই গানটি গেয়েছিল। আর এবছর সেদেশের জাতীয় দিবসে (২৩শে সেপ্টেম্বর) শনিবারে টেলিভিশনের একটি সরাসরি প্রোগ্রামে এই গানটি পুনরায় গায়।

সৌদি আরবের আইনজীবী ও আইনি পরামর্শদাতা মুসতালাহ আল-আযিয়ানী টুইটারে তার ব্যক্তিগত পেজে তালাল সালামের এক কাজকে পবিত্র কুরআনের অবমাননার সামিল হিসেবে গণ্য করেছেন এবং এই কাজের জন্য ৫ বছর কারাদণ্ড এবং ৩০ লাখ রিয়াল জরিমানা হতে পারে বলে জানিয়েছেন।

iqna


captcha