IQNA

নাসিরিয়া শহরে;

ফিলিস্তিনি শিশুদের জন্য উদ্বোধন করা হল কুরআনিক কেন্দ্র "সোলহ" + ছবি

19:28 - February 28, 2018
সংবাদ: 2605146
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের উত্তরাঞ্চলের শিশুদের কুরআনের জ্ঞানে আলোকিত করার জন্য "সোলহ" নামক কুরআনিক কেন্দ্র উদ্বোধন হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনের নাসিরিয়া শহরে আস-সালাম মসজিদে কুরআনিক কেন্দ্রটি চালু করা হয়েছে। এই শহরের শিশুরা কুরআনিক সেন্টারের ক্লাসে অংশগ্রহণ করার মাধ্যমে কুরআন হেফজ এবং তিলাওয়াত শিখতে পারবে।
এছাড়াও এই ক্লাসে অংশগ্রহণ করে শিশুরা ধর্মীয় জ্ঞান তথা আহকাম ও আখলাকের শিক্ষাও অর্জন করবে।
আস-সালাম মসজিদের পেশ ইমাম শেইখ জিয়া উদ্দীন আবু আহমেদ বলেন: বর্তমানে আমাদের শিশুদের কুরআন শিক্ষার অনেক প্রয়োজন রয়েছেন। কারণ আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে পবিত্র কুরআনের প্রচলন নেই বল্লেই চলে। তদের মধ্যে সঙ্গীত, সিরিয়াল এবং অন্যান্য বিনোদনের প্রবণতা রয়েছেন। এ কারণেই তাদের মধ্যে পবিত্র কুরআন ও ধর্মীয় জ্ঞানের পরিমাণ অনেক কম।
তিনি বলেন: নতুন প্রজন্মের ভবিষ্যদ্বাণী জন্য নবীর সুন্নত ও নীতি শিক্ষার নির্দেশনা প্রয়োজন রয়েছে। কারণ আমরা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সমাজে সহিংসতা, দ্বন্দ্ব, খুন এবং ডাকাতি বৃদ্ধি পেয়েছ। এছাড়াও বর্তমানের সন্তানরা বাবা-মায়ের তেমন সম্মানও করে না।
আস-সালাম মসজিদের পেশ ইমাম গুরুত্বারোপ করে বলেন: পরবর্তী প্রজন্মের জন্য আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে তাদের সঠিক ভাবে লালন-পালন করা।
উল্লেখ্য, ফিলিস্তিনের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শহর হচ্ছে নাসিরিয়া শহর। এই শহরের অধিকাংশ নাগরিক আরবি ভাষী মুসলমান। এই শহরে হযরত ঈসা (আ.)এর শৈশব কাল অতিবাহিত হয়েছে।

iqna

captcha