IQNA

মির্যা ইসমাইল দোলাবির দৃষ্টিতে ইমাম মাহদীর প্রতীক্ষা

23:44 - May 29, 2018
সংবাদ: 2605869
মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব মরহুম জনাব ইসমাইল দোলাবি বলেন, ইমাম মাহদীর প্রতীক্ষাকারীরা তিনভাগে বিভক্ত, একদল অনেক দূর থেকে ইমাম মাহদীর অপেক্ষা করছে। আরেক দল বলছে ইমাম মাহদীর আবির্ভাব হচ্ছে আমাদের মুক্তির কারণ এবং তৃতীয় দল হচ্ছে যারা ইমামের প্রতি এত বেশী দৃঢ় বিশ্বাসী যে তাদের জন্য আবির্ভাব নতুন কিছু নয়।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ১- যারা দূর থেকে ইমাম মাহদীর অপেক্ষায় আছে তারা বলে, «أفضل الأعمال انتظار الفرج». ইমাম মাহদীর জন্য প্রতীক্ষা হচ্ছে শ্রেষ্ঠ আমল।

২-যারা ইমামের অস্তিত্বকে এক ঝলক দেখেছে তারা বলে, «فان ذلک فرجکم»، ইমামের আবির্ভাবের মধ্যেই আমাদের মুক্তি ও কল্যাণ রয়েছে।

৩- যারা পরিপূর্ণরূপে ইমামকে ভালবাসে এবং তার জন্য অপেক্ষা করছে তারা দেখুক বা না দেখুক তারা সর্বদা ইমামের অস্তিত্বকে তাদের অন্তরে অনুভব করে। যেমন রাসূল(সা.) আর ওয়াইস কারনি, তিনি কখনোই তাকে দেখেন নি কিন্তু আবার কখনোই তার থেকে দূরেও থাকেন নি।

ইমাম জয়নুল আবেদীন(আ.) বলেছেন: প্রকৃত প্রতীক্ষাকারীরা অন্তর্ধানের যুগে এত বেশী আধ্যাত্মিকতা অর্জন করেছে যে, انَّ اهل زمان غیبه ... افضل اهل کل زمان الن الله تعالی ذکره اعطاهم من العقول و الفهام و المعرفه ما صارت به الغیبه عنهم بمنزله المشاهده...» তাদের কাছে অন্তর্ধান এবং উপস্থিতি একই হয়ে গেছে তাদের কাছে আর কোন পার্থক্য নেই। কেননা তারা সর্বদা ইমামকে নিজের মধ্যেই দেখতে পাচ্ছে। শাবিস্তান

captcha