IQNA

ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি যুবকের শাহাদাত বরন

8:20 - July 30, 2018
সংবাদ: 2606337
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলি সৈন্যরা রামাল্লাহর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় যায়নবাদী "আদম" শহরের ১৭ বছরের যুবক "আহমাদ তারেক দ্বার ইউসুফ আবু ইউশ"কে গুলি কর হত্যা করেছে।


বার্তা সংস্থা ইকনা: হিব্রু উৎস ঘোষণা করেছে, ২৬শে জুলাই বিকালে ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরাইলি সৈন্যরা হামলা চালায়। এই হামলায় ১৭ বছরের প্রতিবাদী যুবক "আহমাদ তারেক দ্বার ইউসুফ আবু ইউশ" ইসরাইলি সৈন্যদের গুলিতে শাহাদাত বরণ করেন।
রামাল্লাহ শহরের দক্ষিণাঞ্চলীয় গ্রাম কুবারের নিবাসী আহমাদ তারেক দ্বার ইউসুফ আবু ইউশ। ইসরায়েলি সূত্র মতে আহমাদ তারেক আদাম মিনি-টাউনের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে তিন জন ইসরাইলির ওপর হামলা করে এবং এই হামলার ফলে এই তিন জন ব্যতীত অপর এক ব্যক্তি নিহত হয়।
ইসরাইল প্রথমে ঘোষণা করে, ইহুদিবাদী ইসরাইলের এক নাগরিক তীব্র আঘাতের কারণে মৃত্যুবরণ করে। এরপর এই খবর প্রত্যাহার করে ঘোষণা করে আঘাতের ফলে ঐ ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। অপর দুই ব্যক্তি সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে।
এদিকে প্যালেস্টাইন প্রেস এজেন্সি "সাফা" ঘোষণা করেছে, এক জিয়াওনিস্ট বাসিন্দা তীব্র আঘাতের ফলে মারা গেছে।
ইসরাইল দাবি করেছে, ইসরায়েলি বসতির উপর হামলা চালানোর জন্য এই যুবক টাইলস ব্যবহার করেছে।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এক বিবৃতিতে ঘোষণা করেছে, ফিলিস্তিনি জনগণের অধিকার অর্জনের জন্য এই অপারেশনটি একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া এবং এটি ফিলিস্তিনি ইন্তিফাদা হিসেবে গণ্য করা হচ্ছে।
iqna

 

 

captcha