IQNA

নামায পরিত্যাগের ভয়ানক পরিণতি

16:09 - August 02, 2018
সংবাদ: 2606353
নামায পরিত্যাগকারী সব সময় উদ্বিগ্ন ও অস্বস্তিতে ভুগতে থাকে। কারণ নামায মানুষের মাঝে আত্মিক ও মানসিক প্রশান্তি এনে দেয়। যদি কেউ নিয়মিত নামায পরিত্যাগ করে তাহলে সে ধীরে ধীরে মানসিক রোগগ্রস্ত হয়ে পড়বে।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হয়তো আমাদের চারিপাশে এমন অনেককে দেখা যাবে যারা কখনও নামায আদায় করে না। এ অবস্থা দেখে হয়তো কারও কারও মনে প্রশ্ন জাগতে পারে, নামায পরিত্যাগ করলে দুনিয়া ও পরকালে মানুষের পরিণতি কি হয়? এ প্রশ্নের উত্তর খুঁজতে আমরা মুখোমুখি হয়েছিলাম; ইরানের নামায কায়েম পরিষদের গবেষক সাইয়েদ হাসান মুসাভীর সাথে। এখানে উক্ত আলোচনার সারাংশ আমরা তুলে ধরছি-

আল্লাহ তায়ালা বলেছেন যে, যে ব্যক্তি আমাকে ভুলে যাবে; কিয়ামতের দিন সে অন্ধ অবস্থাতে উত্থিত হবে। সূরা তোহার ১২৪ নং আয়াতে বলা হয়েছে যে,

যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে আসবে, সে বিপদাপদের শিকার হবে এবং কিয়ামতের দিন অন্ধ হিসেবে উত্থিত হবে।

নামায পরিত্যাগকারী আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত। একজন নামাজি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাযে সূরা ফাতেহা পাঠকালে -«اياك نعبد و اياك نستعين» অর্থাৎ 'হে আল্লাহ আমরা তোমার ইবাদত-বন্দেগী করি এবং তোমার নিকটই সাহায্য কামনা করি' এ আয়াতটি বারংবার পাঠ করে। আর এ আয়াতের মাধ্যমে একজন নামাজি ব্যক্তি আল্লাহর প্রতি অবিচল আস্থা প্রকাশের সুযোগ পায়।

আল্লাহ তায়ালা সূরা রাদে'র ২৮ নং আয়াতে বলেছেন যে,

« أَلا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ» অর্থাৎ আল্লাহর স্মরণ অন্তরে প্রশান্তি আনয়ন করে'। নামায আল্লাহর স্মরণের সর্বোত্তম মাধ্যম। কিন্তু যারা নামায পরিত্যাগ করে তারা এ প্রশান্তির সুযোগ পায় না। শাবিস্তান

captcha