IQNA

মিডিল ইস্টের রাশিয়ার প্রথম স্কুল

15:11 - August 06, 2018
সংবাদ: 2606387
আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো রাশিয়া মিডিল ইস্টের স্কুল নির্মাণ করতে যাচ্ছে। অক্টোবর মাসের মধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কে স্কুল নির্মাণ করতে রাশিয়া।


বার্তা সংস্থা ইকনা: আশাকরা হচ্ছে আগামী অক্টোবর মাসের মধ্যে মিডিল ইস্টে রাশিয়া তাদের প্রথম স্কুল নির্মাণ করবে। এই স্কুলটি নির্মাণের জন্য রাশিয়া সিরিয়ার রাজধানী দামেস্ককে নির্বাচন করেছে। এই স্কুলটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং প্যালেস্টাইনের অর্থোডক্স সাম্রাজ্য সোসাইটির তত্ত্বাবধানে রাশিয়া নির্মাণ করবে।
প্যালেস্টাইনের অর্থোডক্স সাম্রাজ্য সোসাইটির প্রতিনিধি রমিল বিটিমোভ বলেছেন: বিগত ১০০ বছরের মধ্যে এই স্কুলটি মিডিল ইস্টে রাশিয়ার প্রথম স্কুল। লেবাননে এধরণের আরেকটি স্কুল নির্মাণের জন্য আলোচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন: এই স্কুলের শিক্ষা ব্যবস্থা রাশিয়ান শিক্ষা ব্যবস্থা উপর ভিত্তি করে আরবি ভাষায় পরিচালিত হবে। এছাড়াও স্কুলের ভবন পূর্বে থেকে নির্মাণ করে রাশিয়া থেকে সিরিয়ায় স্থানান্তর করা হবে।
উল্লেখ্য, সিরিয়ায় রাশিয়ান ভাষা শেখার প্রবণতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সিরিয়ার ১২ হাজার নাগরিক রাশিয়ান ভাষা শিখছে।
iqna

 

captcha