IQNA

দুবাইয়ে নারীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তৃতীয় দিন

23:54 - November 08, 2018
সংবাদ: 2607164
আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ে নারীদের জন্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তৃতীয় দিনে ৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: দুবাইয়ে "শেইখা ফাতেমা বিনতে মুবারাকা" শিরোনামে নারীদের জন্য অনুষ্ঠিতব্য তৃতীয়তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তৃতীয় দিনে আলজেরিয়া, কেনিয়া, দাগেস্তান, জর্ডান, উগান্ডা, শ্রীলঙ্কা ও জিবুতির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছে। এসকল প্রতিনিধিগণ ৬ষ্ঠ নভেম্বর সকাল ও বিকাল দুই অধিবেশনে অংশগ্রহণ করেছেন।
তৃতীয় দিনের প্রতিযোগিতা টানটান উত্তেজনার মধ্যে শেষ হয়েছে। এই দিনে আলজেরিয়ার খুলা আযুয, কেনিয়ার খানসায় হুসাইন আহমাদ, দাগেস্তানের মাগমিদুফ, শ্রীলঙ্কার যায়নাব নাযা মুহাম্মাদ নালিম, জর্ডানের মুহমুদ আল আওয়াজী, উগান্ডার রহমাত বামু ইরা কাসুমা এবং জিবুতির হওয়া মুহাম্মাদ ওয়াএইস একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন।

উল্লেখ্য, উক্ত কুরআন প্রতিযোগিতা "শেইখা ফাতেমা বিনতে মুবারাকা" শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। ৪র্থ নভেম্বর প্রতিযোগিতার সূচনা হয়েছে এবং একাধারে ১৬ই নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন "জাহরা খালিলি ছামারিন"।

iqna.-

captcha