IQNA

ইংল্যান্ডে ছয় মাসে মুসলমানদের ওপর ৬০৮ বার হামলা

18:14 - November 30, 2018
সংবাদ: 2607396
আন্তর্জাতিক ডেস্ক: আইনগত ইন্সটিটিউট "টেল মামা" ঘোষণা করেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ইংল্যান্ডে বসবাসরত মুসলমানদের ওপর ৬০৮ বার হামলা চালানো হয়েছে।

ইংল্যান্ডে ছয় মাসে মুসলমানদের ওপর ৬০৮ বার হামলাবার্তা সংস্থা ইকনা: ইসলাম বিদ্বেষীদের কার্যক্রমের ওপর সেদেশের টেল মাম আইনগত ইন্সটিটিউট একটি তদন্ত করেছে। তদন্তের পর এই ইন্সটিটিউট ঘোষণা করেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ইসলাম বিদ্বেষীরা মোট ৬৮৫ বার হামলা চালিয়েছে। এসকল হামলার মধ্যে ৬০৮ বার মুসলমানদের ওপর সংগঠিত হয়েছে। এরমধ্যে মুসলিম নারীদের বিরুদ্ধে ৫৮ শতাংশ হামলা চালানো হয়েছে।
টেল মামা ইন্সটিটিউট আরও উল্লেখ করেছে, মুসলিম পুরুষের তুলনায় মুসলিম নারীদের ওপর অধিক হামলা হওয়ার কারণ হচ্ছে, তাদের ইসলামী পোশাক। মুসলিম নারীরা হিজাব ব্যবহারের কারণে ইসলাম বিদ্বেষীরা তাদের ওপর অধিক হামলা চালায়। এছাড়াও তারা অনেক স্থানে অনেক ক্ষেত্রে দুর্বলতার কারণে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে না, এজন্য তাদের ওপর ইসলাম বিদ্বেষীরা সহজেই হামলা চালায়।
এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ৪৫.৫ শতাংশ হামলা সরাসরি সংগঠিত হয়েছে এবং বাকী হামলাগুলো পরোক্ষভাবে অথবা ব্যক্তিগত সম্পত্তির ক্ষতির মাধ্যমে সংগঠিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম বিদ্বেষীরা ৩০৭ বার অর্থাৎ ৩৪ শতাংশ হামলা ইন্টারনেটের মাধ্যমে চালিয়ে। এরমধ্যে টুইটারের মধ্যে ৫৯ শতাংশ হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ইংল্যান্ডে ২৮ লাখ মুসলিম অর্থাৎ ৪.৪ শতাংশ মুসলিম অধিবাসী রয়েছে।
iqna

 

captcha