IQNA

বিন সালমানের পক্ষ নেয়ায় ট্রাম্পের সমালোচনা করলো সিপিজে

1:55 - December 22, 2018
সংবাদ: 2607606
বিন সালমানের পক্ষ নেয়ায় ট্রাম্পের সমালোচনা করেছে দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বা সিপিজে। ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি-প্রিন্স বিন সালমানের সংশ্লিষ্টতার বিরোধিতা করায় ট্রাম্পের সমালোচনা করলো আন্তর্জাতিক ওই সংস্থাটি।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই জানিয়েছে, আমেরিকায় অবস্থিত সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা বিষয়ক সংগঠন সিপিজে ২০১৮ সালে বিশ্বজুড়ে সাংবাদিকদের পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে জামাল খাশোগি হত্যার ঘটনা উল্লেখ করে বলা হয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের ওপর সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে চলতি বছরের শুরু থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৫৩ জন সাংবাদিক নিহত হয়েছে। এদের মধ্যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন ৩৪ জন।এই পরিসংখ্যান গত বছেরর তুলনায় প্রায় দ্বিগুণ।

সিপিজের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প খাশোগি হত্যার ঘটনায় সৌদি প্রিন্সকে সমর্থন দিয়ে পক্ষান্তরে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। সাংবাদিকদের জন্য এটি একটি অশনি সংকেত বলে মন্তব্য করেছে ওই সংস্থাটি।

চলতি বছরের ২ অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর খাশোগিকে হত্যা করা হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বলেছে: খাশোগি হত্যাকাণ্ড সরাসরি বিন-সালমানের আদেশে সংঘটিত হয়েছেপার্সটুডে

captcha