IQNA

কুরআনিক গবেষণায জন্য ইউরোপিয়ান ইউনিয়ানের ১০ মিলিয়ন ইউরো বাজেট

19:49 - December 22, 2018
সংবাদ: 2607608
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে খ্রিস্টান অধুষিত অঞ্চলে পবিত্র কুরআনের ইতিহাসের গবেষণার জন্য ইউরোপিয়ান ইউনিয়ান ১০ মিলিয়ন ইউরো বাজের বরাদ্দ করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইউরোপের খ্রিস্টান অধুষিত অঞ্চলে পবিত্র কুরআনের ইতিহাস অনুসন্ধানের জন্য ইউরোপীয় ইউনিয়ন স্প্যানিশ গবেষক এবং ইতিহাসবিদ মার্সিডিজ গার্সিয়া ইরিনালকে নির্বাচন করেছে এবং এই কাজের জন্য ১০ মিলিয়ন ইউরোর বাজেট বরাদ্দ করেছে।

"ইউরোপীয় কুরআন" নামের এই গবেষণাটি সম্পন্ন করতে ছয় বছর সময় লাগবে। স্প্যানিশ গবেষক এই গবেষণার দায়িত্ব গ্রহণ করেছেন।

মার্সিডিজ গার্সিয়া ইরিনাল এ ব্যাপারে বলেন: এই গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে, কিভাবে কুরআন যা বিদেশী জাতির (অ-ইউরোপীয়) প্রতীক, ইউরোপীয় দেশসমূহের চিন্তা ও সংস্কৃতিতে প্রবেশ করেছে।

তিনি বলেন: ইউরোপের অনেকেই বিশ্বস করে যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঐপনিবেশিক সম্রাজ্যের বিচ্ছিন্নতার ফলে ইউরোপে প্রবেশ করেছে।

স্পেনের এই ইতিহাসবিদ গুরুত্বারোপ করে বলেছেন: ল্যাটিন ভাষায় সর্বপ্রথম ১২ শতাব্দীতে কুরআন অনুবাদ হয়। খ্রিস্টানের ফ্রান্সিসকান ও ডোমিনিক সম্প্রদায় তখন পবিত্র কুরআনের অনুদিত এই পাণ্ডুলিপিটিকে ইসলামের বিরুদ্ধে বিপ্লবের জন্য ব্যবহার করেছিল।

তিনি বলেন: এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে পবিত্র কুরআনের বার্তাসমূহ মিথ্যা এবং অসঙ্গতিপূর্ণ।

iqna

 

captcha