IQNA

বাশার আল-আসাদ:

ইরাকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিক্ষোভকে অপব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র

17:57 - December 16, 2019
সংবাদ: 2609841
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট ইরাকে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে বিক্ষোভকে অপব্যবহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: চীনের ফিনিক্সের টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎরে বাশার আল-আসাদ ইরাকি-লেবাননের বিক্ষোভে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়ে সতর্ক করেছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আরও বলেছেন, তার দেশে ভবিষ্যতে মার্কিন সেনা মোতায়েন রাখার কোনো সম্ভাবনা নেই। এ কারণে সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির কোনো প্রশ্নও আসবে না। বাশার আসাদ বলেন, সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রাখতে গেলে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হবে।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ২০২০ সালের নির্বাচনে পুনঃনির্বাচিত না হযন তাহলে সিরিয়া বিষয়ে আমেরিকার নীতিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, “আমরা বুঝতে পারি যে, আমেরিকার রাজনৈতিক ব্যবস্থা কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা নয়, এটি সম্পূর্ণভাবে কয়েকটি লবির উপর নির্ভরশীল।

১৯৭৪ সালের প্রেসিডেন্ট নিক্সন থেকে আজকের ট্রাম্প পর্যন্ত সব প্রেসিডেন্ট ওই লবি দ্বারা নিয়ন্ত্রিত হয়েছেন। সে ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের কতটা সদিচ্ছায আছে সেটি কোনো বিষয় নয়; তাদের কারো পক্ষেই ওই লবির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে আগামী কয়েক বছরের ভেতরে আমেরিকার এই নীতির পরিবর্তন হবে বলে আশা করা যায়।”

বাশার আসাদ বলেন, তার দেশকে ধ্বংস করার জন্য আমেরিকা, ইসরাইল এবং তাদের পশ্চিমা ও আঞ্চলিক মিত্ররা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে আসছে।  iqna

 

captcha