IQNA

ইরানের প্রেসিডেন্ট ;

আমেরিকা শুধু ইরানের ওপর নয় বরং পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছে

20:13 - February 02, 2020
সংবাদ: 2610158
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের জনগণ বিশ্বাস করে- শত্রুদের অর্থনৈতিক ও রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রাজধানী তেহরানের দক্ষিণে মরহুম ইমাম খোমেনী (রহ.)’র মাজারে আজ (রোববার) এক অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। অনুষ্ঠানে ইরানের মন্ত্রিসভার সদস্যরা ইরানের ইসলামি বিপ্লবের স্থপতি ইমাম খোমেনীর প্রতি নতুন করে তাদের আনুগত্য প্রকাশ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, যদি ইরানের জনগণ মরহুম ইমাম খোমেনীর দেখানো পথে চলা অব্যাহত রাখতে পারে তাহলে কঠিন সংকটময় মুহুর্ত তারা পার করতে পারবে। তিনি বলেন, গত দুই বছরের নজিরবিহীন নিষেধাজ্ঞার পরেও ইরানের জনগণ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কারণ তারা বিশ্বাস করে- এই নিপীড়ন এবং আগ্রাসনের পেছনে বলদর্পী শক্তিগুলো রয়েছে এবং জনগণ বিশ্বাস করে, ইরানের ইসলামি সরকার সঠিক পথে রয়েছে।

প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, “ইরানের জনগণ বিশ্বাস করে যে, এদেশের নীতি কখনো আনুগত্য ও আত্মসমর্পণের নীতি হতে পারে না যদিও আমরা কারো সাথে উত্তেজনা এবং সংঘাত চাই না।”

প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, শত্রুর নিপীড়ন ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সফল হতে হলে ইরানি জনগণের মধ্যে ঐক্য থাকতে হবে। ইরান এবং ইসলাম যতক্ষণ পর্যন্ত জীবিত আছে ততক্ষণ পর্যন্ত ইরানি জাতি সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হবে বলেও তিনি মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নিরসনের নামে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি প্রকাশ করেছেন। এ সম্পর্কে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, এটি হচ্ছে মুসলিম জাতি এবং বিশ্বের স্বাধীনতাকামী দেশগুলোর জন্য শতাব্দীর সবচেয়ে লজ্জাজনক ও ঘৃণ্য পরিকল্পনা। তিনি বলেন, আমেরিকা শুধু ইরানের ওপর নয় বরং পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছে। iqna

captcha