IQNA

সিরিয়ার মসজিদসমূহে ঈদুল ফিতরের নামাজের জামাত হবে না

18:43 - May 19, 2020
সংবাদ: 2610806
তেহরান (ইকনা): সিরিয়ার এনডোমেন্টস মন্ত্রণালয় এক বিবৃতিতে করোনার ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে দেশের মসজিদসমূহে ঈদুল ফিতরের নামাজ স্থগিত করার ঘোষণা দিয়েছে।

সিরিয়ার এন্ডোমেন্টস মন্ত্রণালয়ের জুরিপ্রুডেনসিয়াল কাউন্সিল গতকাল সোমবার ঘোষণা করেছে যে, দেশের কোন মসজিদে জামাত সহকারে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে না।

এই বিবৃতিতে আরও বলা হয়েছে: করোনার ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে এবং বিপদ থেকে বাঁচতে ঈদুল ফিতরের নামাজ জামাতে অনুষ্ঠিত হবে না।

এদিকে সিরিয়ান ওলামা ইউনিয়ন আগামী ১৫ মার্চ থেকে পরবর্তী ঘোষণা ন দেওয়া পর্যন্ত সিরিয়ার মসজিদে জুমার নামাজ স্থগিতাদেশ দিয়ে একটি ফতোয়া জারি করেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সিরিয়ায় করোনাভাইরাসে মোট ৫১ জন আক্রান্ত হয়েছে এবং ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৬ জন সুস্থ হয়েছে এবং ১২ জন হাসপাতালে ভর্তি রয়েছে। iqna

captcha