IQNA

ইরানের সর্বোচ্চ নেতা

নার্সরা এখন আগের চেয়ে বেশি প্রিয় ও সম্মানিত

20:05 - December 20, 2020
সংবাদ: 2611986
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বর্তমানে নার্সরা জনগণের কাছে আগের চেয়ে বেশি প্রিয় ও সম্মানিত। আজ (রোববার) হজরত জয়নাব (সা. আ.)'র জন্মবার্ষিকী উপলক্ষে লাইভ টিভি ভাষণে তিনি এ কথা বলেন। ইরানে প্রতিবছর হজরত জয়নাব (সা. আ.)'র জন্মদিনকে নার্স দিবস হিসেবে পালন করা হয়।

তিনি বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর মানুষ নার্সদের গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করছে। নার্সরা রোগীকে শারীরিক দিক থেকে যেমন সহযোগিতা করে তেমনি মানসিক শক্তিও যোগায়। এর ফলে একজন রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। নার্সদের সুন্দর আচার-ব্যবহার এবং মিষ্টি কথা ও হাসি রোগীকে মানসিক প্রশান্তি দেয়। পার্সটুডে

এ সময় তিনি করোনামহামারির মধ্যে নার্সদের সেবা ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন। যেসব নার্স ও ডাক্তার করোনার রোগীদের সেবা করতে গিয়ে জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, নার্সরা মারাত্মক ঝুঁকি সত্ত্বেও তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, করোনায় আক্রান্ত হতে পারেন এটা জেনেও তারা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা অনেক বড় কাজ করছেন। ভবিষ্যতে নার্সরা আরও সম্মানিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো ইরানেও করোনামহামারি ছড়িয়ে পড়েছে। এর ফলে অনেক নার্স ও ডাক্তার, রোগীদের সেবা করতে গিয়ে এ রোগে আক্রান্ত হয়েছেন এবং কেউ কেউ মারা গেছেন। তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। ইরানে কাউকে রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণা করা হলে তার পরিবারের সদস্যদেরকে বিশেষ সুযোগ-সুবিধার আওতায় আনা হয়। একইসঙ্গে শহীদের স্মৃতি সংরক্ষণে ভূমিকা রাখে সরকার।iqna

 

captcha