IQNA

অপহৃত কুরআন হাফেজদের মুক্ত করলো নাইজেরিয়ার পুলিশ

20:48 - December 23, 2020
সংবাদ: 2612002
তেহরান (ইনকা): নাইজেরিয়ায় এক দল সন্ত্রাসী ১৯শে ডিসেম্বরে সেদেশের পুলিশের সাথে বন্দুকযুদ্ধে লিপ্ত হওয়ার পর এই সন্ত্রাসীরা ৮০ জন শিক্ষার্থীদের অপহরণ করেছিল। অপহৃত এসকল শিক্ষার্থীদের মুক্ত করেছে দেশটির পুলিশ। জানা গেছে অপহৃত সকলেই হিফজুল কুরআনের শিক্ষার্থী ছিলেন।

নাইজেরিয়ার পুলিশের মুখপাত্র জাম্বো ইসা এক বিবৃতিতে বলেছেন, বন্দুকধারীরা কাটসিনা রাজ্যের মাহুতা গ্রামের একটি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এসকল শিক্ষার্থীদের অপহরণ করেছিল।

জাম্বো ইসা আরও বলেছেন: "অপহরণকারীরা এসকল শিশুদের অপহরণ করার আগে আপর ৪ জনকে অপহরণ করেছিল। এছাড়াও ১২ টি গরু চুরি করেছে।

নাইজেরিয়ার পুলিশ মুখপাত্র গুরুত্বারোপ করে বলেছেন যে, শিক্ষার্থীরা অপহরণ হওয়ার পর পুলিশ তাদের উদ্ধার করার জন্য তৎক্ষণাৎ একটি বিশেষ দল গঠন করে।
গত আট দিনে নাইজেরিয়ার কাটসিনা প্রদেশে অপহরণের ঘটনা দুইবার ঘটেছে।

শুক্রবার, ১৭ই ডিসেম্বর নাইজেরিয়ার পুলিশ বন্দুকধারীদের দ্বারা অপহৃত দুজনকে মুক্ত করতে সক্ষম হয়েছে। এছাড়াও গতসপ্তাহে কঙ্কারা শহর থেকে অপহৃত ৩৪৪ জন শিক্ষার্থীকেও পুলিশ মুক্ত করেছে।

বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠী ১১ ডিসেম্বর কঙ্কারা শহরে একটি স্কুলে হামলার দায় স্বীকার করেছে। iqna

 

captcha