IQNA

গাজায় ইহুদিবাদী সরকারের ব্যর্থতা প্রকাশ পেয়েছে

22:23 - April 05, 2024
সংবাদ: 3475295
ইকনা: লেবাননের হিজবুল্লাহর মহাসচিব আজ তার ভাষণে বলেছেন যে গাজায় ইহুদিবাদী শাসনের ব্যর্থতার লক্ষণ স্পষ্টভাবে দৃশ্যমান।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, আল-আকসা তুফান অভিযান ইহুদিবাদী ইসরাইলকে বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। সেইসঙ্গে এর ফলে ফিলিস্তিনে ইহুদিবাদীদের সুদূরপ্রসারি পরিকল্পনার অপূরণীয় ক্ষতি হয়েছে।

রমজান মাসের শেষ শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব কুদস দিবসের আগে প্রতিরোধ নেতাদের এক ভার্চুয়াল সম্মেলনে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন সাইয়্যেদ নাসরুল্লাহ। গতকাল (বুধবার) অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি আরো বলেন, আল-আকসা তুফান অভিযান ইসরাইলের ভিত্তিকে নাড়া দিয়েছে।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের পর এখন আর কেউ ‘বৃহত্তর ইসরাইল’ প্রকল্পের কথা বলে না।  ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাহসিকতা ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, গাজাবাসী তাদের অবিচলতা দিয়ে এমন একটি বীরত্বগাঁথা সৃষ্টি করেছে ইতিহাসে যার নজির মেলা ভার।

সব ধরনের হুমকি ও চাপ সত্ত্বেও গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন, ইরাক ও লেবানন ইসরাইল বিরোধী যেসব অভিযান চালিয়ে যাচ্ছে তারও প্রশংসা করেন সাইয়্যেদ নাসরুল্লাহ। তিনি গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীর, লেবানন, ইয়েমেন ও ইরাকের প্রথিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থনের কথা জোর দিয়ে উল্লেখ করেন।   

ভাষণে সিরিয়ার নীতি-অবস্থানের প্রতিও ইঙ্গিত করেন লেবাননের এই প্রতিরোধকামী নেতা। তিনি বলেন, সব ধরনের বিমান হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন সত্ত্বেও মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন জানানো থেকে সিরিয়াকে বিরত রাখা যায়নি। 

captcha