IQNA

নাইজেরিয়ায় শিয়া মুসলমানদের গণহত্যা করেছে সেনাবাহিনী; ৩৫০ শহিদের লাখ উদ্ধার

23:42 - April 13, 2016
সংবাদ: 2600607
আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের ডিসেম্বর মাসে নাইজেরিয়ার যারিয়া শহরের বাকিয়াতুল্লাহ (আ.) হুসাইনিয়াতে আল্লামা ইব্রাহিম আয-যাকযাকির সমর্থকদের ওপর বর্বরোচিত হামলা চালায় সেদেশের সেনাবাহিনী। এ হামলা অনেকেই নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার কাদুনা প্রদেশের উপজাতি দপ্তরের মহাপরিচালক মুহাম্মাদ নামাদি মুসা সম্প্রতি এক বক্তৃতায় শিয়া মুসলমানদের লাশ উদ্ধারের বিষয়টি প্রকাশ করেছে।

গত সোমবার কাদুনা রাজ্যের একটি সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর কাদুনা রাজ্যের জারিয়া শহরে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে পরিচালিত তদন্তে দেখা গেছে, সেনাবাহিনী শেইখ ইব্রাহিম আয-যাকযাকির সমর্থকদের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করেছে। তবে নাইজেরিয়ার সরকার এবং সেনাবাহিনী এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

নাইজেরিয়ান সূত্রে শিয়া মুসলমানদের নিহতের সংখ্যা ৩০০ থেকে ৭৩০ জন প্রকাশ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হাতে এক শিয়া মুসলমান নিহত হলে, তার লাশ দাফনের জন্য নাইজেরিয়ার যারিয়া শহরের বাকিয়াতুল্লাহ (আ.) হুসাইনিয়াতে অনেক শিয়া মুসলমান একত্রিত হয়। ঠিক এসময় নাইজেরিয়ার সামরিক বাহিনী শিয়া মুসলমানদের ওপর হামলা চালায়।

এ ঘটনার সূত্র ধরে নাইজেরিয়ার সেনাবাহিনীর সদস্যরা সেদেশের বিখ্যাত শিয়া আলেম এবং ইসলামী আন্দোলনের নেতা আল্লামা ইব্রাহিম আয-যাকযাকিকে অপহরণ করে।

এ ঘটনার পরে সেদেশের আহমাদু বিলালু ইউনিভার্সিটি হসপিটাল থেকে ১৫৬ জনের লাশ এবং যারিয়া সামরিক বেস থেকে ১৯১ জনের লাশ উদ্ধার করা হয়। এসকল লাশের মধ্যে নারী ও শিশুর লাশও উদ্ধার করা হয়।

এ পর্যন্ত নিহতদের সংখ্যা সরকারি ভাবে ঘোষণা করা হয়নি। তবে হিউম্যান রাইটস ওয়াচ এনজিও জানিয়ে, সামরিক বাহিনীর পাশবিক এ হামলার ফলে কমপক্ষে ৩০০ জন নাইজেরিয়ান নিহত হয়েছে এবং ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি সংস্থা জানিয়েছে, এঘটনার ফলে নাইজেরিয়ার শতশত নাগরিক নিহত হয়েছে।

জানুয়ারি মাসে ফরাসি সংবাদ সংস্থার সাথে এক সাক্ষাতকারে আহমাদু বিলালু ইউনিভার্সিটি হসপিটালের এক কর্মকর্তা জানিয়েছেন: ১২ই ডিসেম্বরে ময়নাতদন্তের জন্য ৪০০ জনের লাশ গণনা করা হয়েছে।

এদিকে নাইজেরিয়ার ইসলামি আন্দোলন জানিয়েছে: সামরিক বাহিনীর হামলার ফলে প্রায় ৭২০ শিয়া মুসলমান নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশকেই গুলি করে হত্যা করেছে এবং বাকীদের গ্রেফতার করার পর শিরশ্ছেদ করা হয়েছে।

নাইজেরিয়ার ইসলামি আন্দোলন সেদেশের সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, বিখ্যাত শিয়া আলেম এবং ইসলামী আন্দোলনের নেতা আল্লামা ইব্রাহিম আয-যাকযাকিকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে এবং অবিলম্বে তার মুক্তির দাবী করেছে।

অন্যায় ভাবে শিয়া মুসলমানদের ওপর হামলা চালানোর জন্য ইরান, ইরাক, বাহরাইন ও লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়েছে।

গত বছর বিশ্ব কুদস দিবসে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলেও নাইজেরিয়ার সামরিক বাহিনী হামলা চালায়। এ হামলার ফলে আল্লামা ইব্রাহিম আয-যাকযাকির তিন ছেলে সহ আনেকেই শহিদ হয়েছেন।#

iqna


captcha