IQNA

মসজিদে আক্রমণকারীর ছয় মাস কারাদণ্ড

18:14 - June 18, 2016
সংবাদ: 2601015
আন্তর্জাতিক ডেস্ক: চরমপন্থি এক ব্যক্তি প্যারিসের 'বায়তুল আমান' মসজিদে গুলি করেছিল। মসজিদে গুলি করার জন্য তাকে গতকাল (১৭ই জুন) ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে ফ্রান্সের একটি আদালত।


বার্তা সংস্থা ইকনা: ২০১৫ সালের ১৩ই নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলার পর টেড হকি সেদেশের 'বায়তুল আমান' মসজিদে চারবার গুলি বর্ষণ করে। তবে এ ঘটনার পর কারো কোন ক্ষতি হয়নি।

পুলিশ পরিদর্শক জানিয়েছে, মসজিদে গুলি বর্ষণের পূর্বে টেড হকি সোশ্যাল মিডিয়া ইসলাম বিরোধী মুসলিম প্রচারণা চলিয়েছে।

এদিকে মসজিদ কমিটি টেড হকির জেলে থাকার সময়কে ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কাটানো আহ্বান জানিয়েছে।

মসজিদে আক্রমণ এবং মসজিদের সম্পদ খারাপ করার জন্য ও মুসলমানের প্রতি ঘৃণা প্রদর্শন করার জন্য টেড হকি ক্ষমা চেয়েছে।

Iqna


captcha