IQNA

রাশিয়ার ইসলামি পরিষদের সভাপতি’র জীবনাবসান

5:12 - December 07, 2016
সংবাদ: 2602104
আন্তর্জাতিক ডেস্ক: গত সোমবার ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাশিয়ার ইসলামি পরিষদের সভাপতি।

আযারতাজে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আযারি বংশোদ্ভূত মুসলিম বিশ্বের বিশিষ্ট চিন্তাবিদ হায়দার জামাল গত সোমবার (৫ ডিসেম্বর) দীর্ঘদিন অসুস্থ থাকার পর মস্কোয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, হায়দার জাহেদোভিচ জামাল রাশিয়ায় ধর্মীয় অঙ্গনে একটি চেনা-জানা মুখ। ১৯৪৭ সালে মস্কোয় জন্মগ্রহণকারী এ ব্যক্তিত্ব ‘ইসলামের স্বাধীনতা’ ও ‘নবীগণের (আ.) বিপ্লব’সহ বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন।

ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান ছিল জায়নবাদ বিরোধী এবং সর্বদা তিনি স্বতন্ত্র ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে কথা বলেছেন।

এছাড়া এনপিটি’তে সাক্ষরকারী ইরান বিরোধী অবরোধের বিরুদ্ধে তার অবস্থান ছিল।

তাজিকিস্তানের মুসলিম নেতাদের সাথে হায়দার জামালের যোগাযোগ ছিল। এছাড়া রাশিয়া ও ককেশাস অঞ্চলের মুসলমানদের রাজনৈতিক ও সামাজিক তৎপরতায় তিনি সহযোগিতা করতেন। তিনি ১৯৯৫ সালে রাশিয়ার ইসলামি পরিষদের সভাপতি হন।#3551158


captcha