IQNA

আল্লাহর হুজ্জাত মানুষের মধ্যেই বসবাস করেন এবং তাদের কষ্ট অনুধাবন করেন

22:30 - November 01, 2017
সংবাদ: 2604221
আল্লাহর হুজ্জাত মানুষের মধ্যেই আছেন এবং তাদের সাথেই জীবন-যাপন করেন। তিনি তাদেরকে দেখেন এবং তাদের সকল সুখ শান্তি ও ব্যথা বেদনাকে অনুভব করেন। আর মানুষের মধ্যে যারা সৌভাগ্যবান এবং যোগ্যতা রাখেন তারা অনেক সময় তার সাক্ষাত পেয়ে থাকেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমরা যে তৌহিদে বিশ্বাস করি, যে নবুয়ত ও ইমামতে বিশ্বাস করি তা অতি বাস্তব এবং অনুধাবন যোগ্য। শিয়া মাজহাবের আকিদা অতি স্পষ্ট ও যুক্তিসংগত।

শিয়াদের আকিদা খুবই মজবুত আকিদা আর যুগ যুগ ধরে সবাই এটা স্বীকার করতে বাধ্য হয়েছে।

শিয়া মাজহাবের বিরোধীরা সর্বদা যুক্তি তর্কে দলিল প্রমাণে শিয়াদের কাছে পরাজিত হয়েছে। আর এই সকল শিক্ষা শিয়ারা তাদের ইমামগণ থেকে পেয়েছে। আর ইমামগণ তাদের ঐশী জ্ঞান ও পবিত্র কুরআনের মাধ্যমে আমাদেরকে তা দান করেছেন।

শিয়াদের আকিদা হচ্ছে ইমাম মাহদী(আ.) জন্মগ্রহণ করেছেন এবং তিনি আমাদের মাঝেই জীবন্ত রয়েছেন এবং জীবন-যাপন করছেন। যারা আমাদের আকিদার বিরোধী তারা তার বিরুদ্ধে কোন গ্রহণযোগ্য দলিল আনতে পারে না। যদিও সুন্নিদের অনেকেই এখন স্বীকার করতে বাধ্য যে ইমাম মাহদীর জন্ম হয়েছে এবং তিনি বর্তমানে অন্তর্ধানে আছেন।

ইমাম মাহদী(আ.) ১১তম ইমাম হাসন আসকারীর সন্তান এবং তিনি ২৫৫ হিজরিতে ইরাকের সামেররা শহরে জন্মগ্রহণ করেন। হযরত ঈসা হযরত খিজির নবীর মত তিনিও অন্তর্ধানে রয়েছেন এবং আল্লাহর নির্দেশে শেষ জামানায় আবির্ভূত হয়ে গোটা বিশ্বে ন্যায়নীতিতে পরিপূর্ণ করবেন। শাবিস্তান

captcha