IQNA

ইমাম খোমিনীর(রহ.) শিক্ষা হচ্ছে সংগ্রামের মধ্যেই প্রকৃত প্রতীক্ষা

0:30 - February 12, 2018
সংবাদ: 2605029
আমাদের হাত ইমাম মাহদীর কাছে না পৌঁছালেও ইমাম খোমিনীর হাত তো পৌঁছাবে। তিনি আমাদেরকে ইমাম মাহদীর জন্য প্রকৃত প্রতীক্ষার শিক্ষা দিতে এসেছিলেন। তিনি তার সমস্ত অস্তিত্বের মাধ্যমে আমাদেরকে ইমাম মাহদীর জন্য প্রতীক্ষা করা শিখিয়েছেন।

 

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সূরা বনী ইসরাইলের ৭২ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-  وَمَنْ كَانَ فِي هَذِهِ أَعْمَى فَهُوَ فِي الْآَخِرَةِ أَعْمَى وَأَضَلُّ سَبِيلًا

আর যে ব্যক্তি এ দুনিয়াতে অন্ধদিল এবং গোমরাহ হয়ে থাকে সে আখেরাতেও অন্ধ হয়েই থাকবে বরং পথ লাভ করার ব্যাপারে সে অন্ধের চেয়েও বেশী ব্যর্থ।

মানুষের ভাগ্য বিনির্মাণের বাহ্যিক শক্তি হিসেবে আদর্শিক নেতাদের প্রভাব যেমন রয়েছে, তেমনি মানুষের জীবনে সত্যের মোকাবেলায় অপবিত্র অন্তরাত্মা এবং অন্ধত্বেরও ভূমিকা রয়েছে। পবিত্র অন্তর সত্য গ্রহণের সহায়ক আর অন্ধ ও অপবিত্র অন্তর সত্যের বিপরীত ভূমিকা পালন করে। তাই যেমনটি বলা হয়েছে, কিয়ামতে মানুষেরা তাদের দুনিয়ার নেতার সাথে পুনরুত্থিত হবে। পৃথিবীর জীবনে যদি সে অন্ধত্বপূর্ণ মানসিকতার অধিকারী বা অন্ধ অনুসরণ করে থাকে, তাহলে কিয়ামতেও অন্ধ এবং গোমরাহ অবস্থাতেই পুনরুত্থিত হবে।

কিয়ামতে আমাদের পার্থিব জীবনের কর্মের প্রতিফলন ঘটবে তাই যা-ই করব তারই প্রতিফল ঘরে তুলবো।

দুনিয়ার অন্তর্দৃষ্টি বা পাণ্ডিত্য আখেরাতেও সুপ্রভাব ফেলবে আর দুনিয়াবি অন্ধত্ব কিয়ামতেও গোমরাহির কারণ হয়ে দাঁড়াবে।

ইমাম মাহদীর প্রকৃত প্রতীক্ষাকারীদের অবশ্যই বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং তাদেরকে সংগ্রাম করার মাধ্যমে ইমাম মাহদীর সৈনিক হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে।

পবিত্র কুরআনের সূরা মুহাম্মাদেও বলা হয়েছে: وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যে পর্যন্ত না ফুটিয়ে তুলি তোমাদের জেহাদকারীদেরকে এবং সবরকারীদেরকে এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থান সমূহ যাচাই করি।

captcha