IQNA

কোন সমাজকে প্রতীক্ষিত সমাজ বলা হয়

23:32 - May 28, 2018
সংবাদ: 2605862
ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে যারা তার আবির্ভাবে বিশ্বাসী তাদেরকে উচিত একটি প্রতীক্ষিত সমাজ গঠন করা। এই সমাজই সকল মানুষকে ইমাম মাহদীর আদর্শ সমাজের সাথে পরিচয় ঘটাবে।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: প্রতীক্ষিত সমাজ হচ্ছে ইমাম ও উম্মাহর ব্যবস্থার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি সমাজ। উম্মত হচ্ছে এই সম্প্রদায়ের নেতার সমর্থক এবং তার প্রতি সহানুভূতিশীল।

প্রতীক্ষিত সমাজ হচ্ছে আশাবাদী সমাজ, তারা স্থিতিশীল এবং ধৈর্যশীল ও শত্রুদের মোকাবেলায় তারা দৃঢ়তা রাখে।

প্রতীক্ষিত সমাজ হচ্ছে জাগ্রত, তারা সর্বদা সাবধান থাকে এবং তারা শত্রুর আগ্রাসন, ষড়যন্ত্র এবং হুমকির কাছে আত্মসমর্পণ করে না।

প্রতীক্ষিত সমাজ হচ্ছে একতাবদ্ধ সমাজ, তারা সততা, ঐক্য এবং সহমর্মিতার মাধ্যমে একতা অর্জন করে।

প্রতীক্ষিত সমাজ হচ্ছে একটি ন্যায়নিষ্ঠ সম্প্রদায়, এর সদস্যরা, ইসলামী নীতি ও ধার্মিকতার প্রতি শ্রদ্ধাশীলতার সাথে, আবির্ভাবের যুগের জন্য নিজেকে যোগ্য হিসাবে উপস্থাপন করে।

প্রতীক্ষিত সমাজ হচ্ছে আশাবাদী, দৃঢ় এবং নিশ্চিত, এবং ইমাম অনুপস্থিত থাকাকালীন সময়ে এবং ইমামের অনুপস্থিতিতে, তারা সকল সন্দেহ ও আতঙ্ক ও বিস্ময়কে অতিক্রম করে।

প্রতীক্ষিত সমাজ হচ্ছে স্বজ্ঞাত ও বিচক্ষণ এবং শেষ জামানার সকল কঠিন পরীক্ষায় তারা সফলভাবে বেরিয়ে আসে।

প্রতীক্ষিত সমাজ হচ্ছে ধর্মীয় সম্প্রদায়, তারা অনেক প্রচেষ্টা ও কষ্ট করে ধর্ম ও ধার্মিকতা রক্ষা করে।

captcha