IQNA

কুয়েতে ঐতিহাসিক মসজিদের সন্ধান

20:21 - April 05, 2019
সংবাদ: 2608271
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের ফ্লেক আইল্যান্ডের পোলিশ প্রত্নতত্ত্ব ও অনুসন্ধান দলের প্রধান একটি ঐতিহাসিক মসজিদের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: কুয়েতের ফ্লেক আইল্যান্ডের পোলিশ প্রত্নতত্ত্ব ও অনুসন্ধান দলের প্রধান অ্যাংনেস্কা পিঙ্কোসকা ঘোষণা করেছেন: অনুসন্ধান এবং প্রত্নতাত্ত্বিক দল কুয়েতে ফ্লেক দ্বীপে অবস্থিত খারায়েব আল-দাশত গ্রামে একটি ঐতিহাসিক মসজিদের সন্ধান পেয়েছে।

তিনি বলেন: অনুসন্ধান দলটি বর্তমানে মসজিদের মূল ভবনের অন্বেষণে বর্গাকার আকৃতি তৈরি করেছে। এই ভবনের প্রতিটি পাশের দেয়ালের উচ্চতা ২০ মিটার এবং ২০০ মিটার বিশিষ্ট একটি প্রাঙ্গণ রয়েছে। মসজিদের প্রধান কক্ষটি ১৭র দৈর্ঘ্য এবং প্রস্ত ৭ মিটার।

এছাড়াও অ্যাংনেস্কা পিঙ্কোসকা আরও বলেন: মসজিদের ছাদ ধরে রাখার জন্য চারটি বৃহৎ স্তম্ভ রয়েছে। এই কলামের দুইপাশের দৈর্ঘ্য দেড় মিটার এবং দক্ষিণ-পশ্চিমে অর্ধেক প্রাচীরের = দুটি বেদী আবিষ্কৃত হয়েছে।

তিনি বলেন: মসজিদটি ঠিক কখন নির্মাণ করা হয়েছে সুসম্পর্কে গবেষণা অব্যাহত রয়েছে। iqna

 

ট্যাগ্সসমূহ: মসজিদটি ، ইকনা ، কুয়েত
captcha