IQNA

বাইনুল হারামাইনে কাবা শরীফের প্রতিরূপ স্থাপনের ব্যাখ্যা দিলেন ইরাকি কর্মকর্তাগণ

0:04 - February 22, 2021
সংবাদ: 2612300
তেহরান (ইকনা): ইরাকের পবিত্র নগারী কারবালায় অবস্থিত ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযার। এই দুই মাযারের মধ্যবর্তী এলাকার নাম বাইনুল হারামাইন।

সম্প্রতি এই বাইনুল হারামাইনে পবিত্র কাবাঘরের প্রতিরূপ স্থাপন করা হয়েছে। সামাজিক মিডিয়ায় এর ছবি ও ভিডিও প্রকাশের পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে ইরাকের কর্মকর্তাগণ এর ব্যাখ্যা করেছেন।

 

সোশ্যাল মিডিয়া কিছু ধর্মান্ধ কর্মীরা বাইনুল হারামাইনে পবিত্র কাবাঘরের প্রতিরূপ স্থাপনে বিষয়টি ইসলাম ও মুসলমানদের পবিত্র স্থানের অপমান হিসাবে সমালোচনা করেছেন।

 

এব্যাপারে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের মিডিয়া ও যোগাযোগ পরিচালক আলী শব্বার গুরুত্বারোপ করে বলেন: ইমাম হুসাইন (আ.)এর মাযারের পক্ষ থেকে পবিত্র কাবাঘরের এই প্রতিরূপ স্থাপন করা হয়নি। একটি মৌকেবের (জিয়ারতকারীদের সেবা দান ও আপ্যায়নের বিশেষ স্থান) কর্মকর্তাগণ পবিত্র কাবাঘরের প্রতীকী নকশা হিসেবে এটিকে বাইনুল হারামাইনে স্থাপন করেছেন।

 

তিনি বলেন: এটি স্থাপনের দু’দিন পর বাইনুল হারামাইন থেকে তা সরিয়ে নেওয়া হয়।

 

অপর দিকে কারবালার অন্যতম মৌকেবের পরিচালক এ ব্যাপারে আব্বাস মুসাভী বলেন: বাইনুল হারামাইনে পবিত্র কাবাঘরের প্রতিরূপ স্থাপন করা হয়েছ। এটি কারবালার মানুষের প্রাচীন ঐতিহ্য, যা প্রতি বছর ইমাম আলী ইবনে আবু তালিব (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকীতে নির্মিত হয়। কারবালার বাসিন্দারা প্রাচীন কাল থেকেই আল-বালুশ স্কয়ারে এই মডেলটি নির্মান ও প্রদর্শন করে আসছেন।

 

তিনি বলেন: শুধুমাত্র কাবার প্রতিরূপ কারবালার বাসিন্দাদের একক রীতিনীতি নয়; বরং প্রতি বছর হযরত আব্বাস (আ.) এর পবিত্র মাযারের বাবুল ক্বিবলায় জান্নাতুল বাকী’তে শয়িত ইমামগণের রওজা মোবারকের প্রতিরূপও স্থাপন করা হয়।  এটি কারবালার স্থপতি মরহুম আবদুল রহমান চালু করেছেন, যা কারবালার জনগণের অন্যতম রীতিনীতি। তবে এই সমস্ত রীতিনীতি অত্যাচারী শাসক সাদ্দামের সময়ে বন্ধ হয়ে গিয়েছিল এবং এখন তা পুনরায় চালু করা হয়েছে।

 

মুসলমানদের সবচেয়ে পবিত্রতম স্থান হচ্ছে মক্কা নগরীর কাবা শরীফ। এই পবিত্র কাবাঘরের দিকে দাড়িয়ে মুসলমানেরা নামাজ আদায় করেন এবং হজের রীতি পালনের জন্য এর তাওয়াফ করেন। iqna

 

captcha