IQNA

সর্বোচ্চ নেতা;

দৃঢ়তার সাথে আইআরজিসির উপযুক্ত কার্যক্রম অব্যাহত রাখতে হবে

0:03 - March 18, 2021
সংবাদ: 2612480
তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও সামরিক বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বুধবার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সার্বিক ভূমিকা ও কর্মকাণ্ডের প্রশংসা করেছেন।

আজ আইআরজিসি দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এই বাহিনীকে দৃঢ়তার সঙ্গে তাদের মূল্যবান দায়িত্ব পালন অব্যাহত রাখতে বলেছেন। ইরানে আজ আইআরজিসি দিবস পালিত হচ্ছে। একইসঙ্গে পালিত হচ্ছে বিশ্বনবী হজরত মুহাম্মাদ (স.)’র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)’র শুভ জন্মবার্ষিকী।
 
ইরানের সর্বোচ্চ নেতা তাঁর বার্তা বলেছেন, “আল্লাহর নামে শুরু করছি। আইআরজিসি’র সব সদস্যকে আমার সালাম পৌঁছে দিন। ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। দৃঢ়তার সঙ্গে নিজেদের মূল্যবান তৎপরতা অব্যাহত রাখুন।”
 
ইরানে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)’র নির্দেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি প্রতিষ্ঠিত হয়।
 
এরপর নানা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গোটা বিশ্বের নজর কাড়ে এই বাহিনী। ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেওয়া ৮ বছরের যুদ্ধেও আইআরজিসি’র অনবদ্য ভূমিকা ছিল। iqna
 
captcha