IQNA

আবারও নির্বাচিত হলেন ম্যাকরন

17:38 - April 25, 2022
সংবাদ: 3471764
তেহরান (ইকনা): ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থি প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেনকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাকরন। এর মাধ্যমে গত দুই দশকের মধ্যে একমাত্র ফরাসি প্রেসিডেন্ট হিসেবে টানা দুই মেয়াদে ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী মেরিন লা পেন পরাজয় মেনে নিয়েছেন।
আবারও নির্বাচিত হলেন ম্যাকরনঅনানুষ্ঠানিক ফলাফলে ম্যাকরন পেয়েছেন ৫৮ শতাংশ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী লা পেন পেয়েছেন ৪২ শতাংশ ভোট। ২০১৭ সালে দ্বিতীয় দফা ভোটেও ম্যাকরনের  কাছে পরাজিত হয়েছিলেন উগ্র ডানপন্থী অভিবাসন বিরোধী নেত্রী মেরিন লা পেন।
 
গতরাতে আইফেল টাওয়ারের পাদদেশে ম্প ডি মার্স পার্কে বিশাল স্ক্রিনে ভোটের ফলাফল প্রকাশ হওয়া মাত্রই বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠেন ম্যাকরনের সমর্থকরা। এ সময়, জনসাধারণ একে অন্যের সাথে কোলাকুলি করতে দেখা যায়।
 
গতকাল (রোববার) ফ্রান্সে দ্বিতীয় দফা বা রান-অফ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে গত ১০ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ১২ প্রার্থী অংশ নেন।এদের মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ২৯ শতাংশ এবং লা পেন ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন।
 
ফরাসি প্রেসিডেন্ট নির্বাচন দুটি পর্বে হয়ে থাকে। প্রথম রাউন্ডে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় রাউন্ড বা রান-অফে অংশ নিতে হয়। প্রথম রাউন্ডে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী রান-অফে অংশ নিতে পারেন।
 
গত ১০ এপ্রিল প্রথম রাউন্ডের ভোটে ম্যাকরন এবং লা পেন সবচেয়ে বেশি ভোট পেলেও কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় তারা দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে অংশ নেন। iqna
captcha