IQNA

দায়েশের কোষাগারের প্রধানের মৃত্যুদণ্ড জারি

0:03 - October 18, 2022
সংবাদ: 3472668
তেহরান (ইকনা): ইরাকের কার্খের ফৌজদারি আদালত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসআইএসের কোষাগারের প্রধানের মৃত্যুদণ্ড জারি করেছে।

ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল "আমিরে বাইতুলমাল" নামে পরিচিত দায়েশের কোষাগারের প্রধানের মৃত্যুদণ্ড ঘোষণা করে একটি বিবৃতি জারি করেছে। মৃত্যুদণ্ডে দণ্ডিত কুখ্যাত সন্ত্রাসীর ইরাকি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী অভিযানে অংশ নেওয়ার ইতিহাস রয়েছে।
এই বিবৃতিতে যোগ করা হয়েছে যে সন্ত্রাসবিরোধী আইনের ৪ ধারা অনুযায়ী এই সাজা জারি করা হয়েছে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নেতা, যার প্রকৃত নাম ঘোষণা করা হয়নি, তবে “আমিরে বাইতুলমাল” নামে খ্যাত এই সন্ত্রাসী, দায়েশ সংগঠনের সদস্যদের মধ্যে মাসিক সম্পত্তি বণ্টনের জন্য নিয়োজিত ছিল এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি সন্ত্রাসী অভিযানে অংশগ্রহণ করেছে।
4092459

captcha